• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
সাফ চ্যাম্পিয়নশিপ

দলের চার সদস্যের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৯:২৬ এএম

দলের চার সদস্যের জন্য ৪ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের এ অর্জনের বড় অংশীদার পাহাড়ি জেলা খাগড়াছড়ি। বাংলাদেশ নারী ফুটবল দলে খাগড়াছড়ির তিন নারী ফুটবলার ছাড়াও ছিলেন একজন সহকারী কোচ।

শিরোপা জেতার খবরে বাংলাদেশের নারী ফুটবল দলের তিন ফুটবলার ও এক কোচের জন্য চার লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

শিরোপা জয়ের পরপরই খাগড়াছড়ি জেলা প্রশাসনের ফেসবুক পেজে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ ঘোষণা দেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের এ জয়ের বড় অংশীদার খাগড়াছড়ির ফুটবলাররাও। তাদের এ অর্জনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন ফুটবলার ও এক কোচের প্রত্যেককে এক লাখ টাকা করে চার লাখ টাকা পুরস্কার দেয়া হবে। টিমের রূপনা চাকমা যেহেতু রাঙ্গামাটির তাই তার বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে।’

জেইউ

 

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ