• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
সাফ নারী চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের মেয়েদের হাতেই উঠলো সব পুরস্কার

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০২:৪৬ এএম

বাংলাদেশের মেয়েদের হাতেই উঠলো সব পুরস্কার

ক্রীড়া প্রতিবেদক

নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের এই  আসরটি সবদিক থেকেই বাংলাদেশময়।  টুর্নামেন্টের সব পুরস্কারই পেয়েছে বাংলাদেশের মেয়েরা। চ্যাম্পিয়ন ট্রফি জেতার পাশাপাশি বাংলাদেশ জিতেছে ফেয়ার প্লে ট্রফিও।

সোমবার (১৯-সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৩-১ গোলে নেপালকে হারায় মেয়েরা। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। ৮ গোল করে তিনি জিতে নিয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা। ফাইনালে নেপাল ব্যবধান কমানো যে গোলটি করেছে, সেটাই বাংলাদেশের জালে প্রথম গোল।

৫ ম্যাচে বাংলাদেশ একটিমাত্র গোলই হজম করেছে। অন্যদিকে পুরো টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা গোল করেছেন ২৩টি।

টুর্নামেন্টে বাংলাদেশের ৫ ম্যাচের ফল

মালদ্বীপের বিপক্ষে ৩-০

পাকিস্তানের বিপক্ষে ৬-০

ভারতের বিপক্ষে ৩-০

ভুটানের বিপক্ষে ৮-০

নেপালের বিপক্ষে ৩-১।

 এআরআই

আর্কাইভ