প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ১২:১২ এএম
ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই শামসুন্নাহার জুনিয়র ও কৃঞ্চারাণী সরকারের জোড়া গোলে এগিয়ে লাল সবুজ দল।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমিয়ে উঠে খেলা। সেই ধারায় ম্যাচের ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেন সুপার সাব শামসুন্নাহার জুনিয়র। ম্যাচের দশম মিনিটে সিরাত জাহান স্বপ্নার পরিবর্তে মাঠে নামেন তিনি। চোটে পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন স্বপ্না।
চোটে থাকা সত্ত্বেও শিরোপা লড়াইয়ের ম্যাচে স্বপ্নার ওপর ভরসা রেখেছিলেন কোচ গোলাম রাব্বানী ছোটন। ফাইনালে নেপালের বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামিয়েছেন স্বপ্নাকে। কিন্তু দুর্ভাগ্য স্বপ্নার।
ইনজুরির কারণে খেলার ১০ মিনিটের মধ্য দলের অন্যতম সেরা স্ট্রাইকারকে উঠিয়ে শামসুন্নানহার জুনিয়রকে মাঠে নামায় কোচ ছোটন। কোচের এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে মাত্র ৪ মিনিট সময় নেন শামসুন্নাহার। খেলার ১৩তম মিনিটে মণিকা চাকমার ক্রস থেকে অসাধারণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন শামসুন্নাহার।
৩৫ মিনিটে নেপাল সমতায় ফেরার সুযোগ পেলেও ভাগ্য তাদের সহায়ক ছিল না। সাইড বারে লেগেছিল বল। এরপর প্রথমার্ধের ৪১ মিনিটে দ্বিতীয় গোল আদায় করে নেয় বাংলাদেশ। এবার গোলদাতা কৃঞ্চারাণী সরকার
এর আগে ২০১৬ সালে শিলিগুড়ি সাফের ফাইনালে ভারতের কাছে হারতে হয় ৩-১ ব্যবধানে। আজ শিরোপা জয়ের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছেন সাবিনা খাতুনেরা। শিরোপা নিয়েই তারা দেশে ফিরতে চান।
জেডআই/