• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

‘পিসিবি চেয়ারম্যান হিসেবে আমার বেতন শূন্য’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২, ১০:৩৮ পিএম

‘পিসিবি চেয়ারম্যান হিসেবে আমার বেতন শূন্য’

প্রতীক ওমর

চেয়ারম্যান হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে কোনো বেতন নেনা বলে জানিয়েছে দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রমিজ রাজা। তিনি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেটের সেবা করতে এসেছেন। অর্থ কামাতে আসেননি।

ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান রমিজ। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরীফ দায়িত্ব নেয়ার পর পদ হারানোর গুঞ্জন ছিল। যদিও ওই গুঞ্জন এখনও আছে। তবে ওসব ভাবেন না সাবেক পাকিস্তান ওপেনার রমিজ। ন্যাশনাল অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটির সভায় তিনি বলেছেন, ‘পিসিবি চেয়ারম্যান হিসেবে আমার বেতন শূন্য।’

সংবাদ মাধ্যম ক্রিকেট পাকিস্তানের মতে তিনি আরও বলেছেন, ‘বোর্ডে এসে এখন পর্যন্ত আমি অপ্রয়োজনীয় সুবিধা নিতে একটা পয়সাও খরচ করিনি। বোর্ডের অফিসিয়াল ট্যুরে এখন পর্যন্ত খরচ করেছি মাত্র ২ লাখ ৫ হাজার রুপি। এখন পর্যন্ত কোন বিনোদন ভাতা নেইনি।’

ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য কক্ষে কথার ফুলকি ছোটানো রমিজ বলেছেন, ‘কোন অফিসিয়াল ট্যুরে আমার স্ত্রীকে সঙ্গে নেইনি। কোন আত্মীয়কে বাড়তি সুবিধা দেইনি। কারণ আমি বোর্ডে এসেছি ক্রিকেট এগিয়ে নিতে।’

রমিজ রাজা দাবি করেছেন, তার পরিবারের সদস্যরা তাকে পিসিবির চেয়ারে বসতে না করেছিলেন। কারণ তারা জানতেন, তিনি বোর্ডে গিয়ে অর্থ কামাতে পারবেন না, ‘আমি পিসিবির প্রস্তাব গ্রহণ করি এটা আমার পরিবার চাইনি। কারণ তারা জানত, আমি পয়সা বানাতে পারবো না।’

রমিজ রাজার অধীনে পাকিস্তান ক্রিকেটে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি ক্রিকেটের এলিট দলগুলোকে পাকিস্তান সফরে আনতে সফল হয়েছেন। তিনি দায়িত্ব নেয়ার পরে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পরে অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছে।

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে আছে ইংল্যান্ড। করোনার মধ্যে তিনি সফল পিএসএল আয়োজনে নেতৃত্ব দিয়েছেন। বোর্ডের চেয়ারম্যান হয়েই ম্যাচ ও স্পট ফিক্সিং রুখতে তিনি জাতীয় দল থেকে ঘরোয়া লিগ পর্যায়ে ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছেন। তার উদ্যোগে শুরু হতে যাচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটারদের টি-টোয়েন্টি লিগ।

জেডআই/

আর্কাইভ