• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ভেনেজুয়েলা শিবিরে করোনার হানা, নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত

প্রকাশিত: জুন ১৩, ২০২১, ১১:০৫ এএম

ভেনেজুয়েলা শিবিরে করোনার হানা, নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত

ক্রীড়া ডেস্ক

আর মাত্র কয়েক ঘণ্টা পড়েই মাঠে গড়াবে ‘দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ’ খ্যাত ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। রোববার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার কথা ভেনেজুয়েলার। কিন্তু করোনার ছোবলে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগেই হোঁচট খেল তারা। 

নিয়ম অনুযায়ী ব্রাজিলে পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হয় ভেনেজুয়েলার সব খেলোয়াড়, অফিসিয়াল ও কোচিং স্টাফদের। পরীক্ষায় দলটির আট খেলোয়াড় ও তিন কোচিং স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। 

এক বিবৃতিতে ব্রাসিলিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভেনেজুয়েলার মোট ১২ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। ভেনেজুয়েলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে নতুন করে ১৫ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের দলে। এ নতুন ১৫ জন খেলোয়াড় ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

নিয়ম অনুযায়ী যেকোনো টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করতে হয়। তবে করোনাভাইরাসের কারণে কোপা আমেরিকায় ২৮ জন নিয়ে দল গড়েছে। আর শুক্রবার নিয়মের সবশেষ পরিবর্তন হিসেবে করোনাভাইরাসজনিত কারণে দলগুলো চাইলে নিজেদের স্কোয়াডে যত খুশি পরিবর্তন করতে পারবে।

এই নিয়মের সুবিধা নিয়েই আটজন খেলোয়াড়ের জন্য নতুন ১৫ জনকে ডেকে নিয়েছে ভেনেজুয়েলা। তবে সেই আটজন করোনা পজিটিভ খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি তারা। এমনকি কে কোন ভাগের খেলোয়াড় তা-ও জানানো হয়নি।

এদিকে আক্রান্তদের মধ্যে কারও শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই এবং প্রত্যেকেই সুস্থ আছেন। তবু সতর্কতার জন্য সবাইকে দল থেকে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

নতুন ডাক পাওয়া ভেনেজুয়েলার ১৫ খেলোয়াড় হলেন - 
গোলরক্ষক : ইয়োনাতান ইউস্তিজ, জিয়ানকারলো চিয়াভোন ও লুইস রোমেরো। ডিফেন্ডার : এদুয়ার্দো ফেরেইরা, ডিয়েগো অসিও ও ফ্রান্সিসকো লা মান্তিয়া। মিডফিল্ডার : লিওনার্দো ফ্লোরেস, ক্রিশ্চিয়ান রিভাস, ক্রিশ্চিয়ান লারোতোন্দা, আব্রাহান বাহাকিল, রিচার্ড ফিগুইরোয়া ও রবিনসন ফ্লোরেস। ফরোয়ার্ড : ইয়ান হারতাদো, এরিক রামিরেজ ও ড্যানিয়েল পেরেজ।

জেডআই/সবুজ/এএমকে

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ