• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টেনিস থেকে অবসরের ঘোষণা রজার ফেদারারের

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০২:৫৬ এএম

টেনিস থেকে অবসরের ঘোষণা রজার ফেদারারের

ক্রীড়া ডেস্ক

টেনিস থেকে অবসরের ঘোষণা দিলেন রজার ফেদারার। এ মাসে শুরু হওয়া লেভার কাপ তার সর্বশেষ টুর্নামেন্ট। দীর্ঘদিন হাঁটুর চোটে ভোগার পর তা থেকে সেরে উঠেই এই সিদ্ধান্ত জানালেন সুইস এই কিংবদন্তি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রামে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

ফেদারার লেখেন, ‍‍`আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার।’

তিনি বলেন, ‘আমি ৪১ বছর বয়সী একজন মানুষ। ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। আর এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে।’

ভবিষ্যতে টেনিস খেলবেন, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়, জানান ফেদেরার।  তিনি বলেন, ‘আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হবে আমার শেষ এটিপি ইভেন্ট। ভবিষ্যতে আরও টেনিস খেলব, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়। আর কোনো গ্র‍্যান্ড স্ল্যাম কিংবা কোনো ট্যুরে খেলব না।’

 

এআরআই

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ