• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

এবার আঘাত পেয়ে মাঠের বাইরে ডু প্লেসিস

প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০২:৪৯ এএম

এবার আঘাত পেয়ে মাঠের বাইরে ডু প্লেসিস

ক্রীড়া ডেস্ক

খেলোয়াড়দের মাঠে লুটিয়ে পড়া যেন ছাড়ছেই না।  ডেনমার্কের ফুটবলার এরিকসেনের পর এবার মাঠে লুটিয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। হয়ত এ জন্যই রাতটি মনে রাখবে খেলাপ্রেমীরা। 

শনিবার (১২ জুন) রাতে পাকিস্তান সুপার লীগের (পিসিএল) একটি ম্যাচে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাটিতে লুটিয়ে পড়েন ডু প্লেসিস। তবে এরিকসেনের মত অবস্থা হয়নি দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসমানের।

ঘটনাটি ঘটে পেশোয়ার জালমির বিপক্ষে প্লেসিসের কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচের তখন সপ্তম ওভারে। স্বদেশী মিলারের একটি বাউন্ডারি থামাতে সীমানার কাছে দৌড়ে যান ডু প্লেসিস। বাউন্ডারি বাঁচাতে সেখানে যান মোহাম্মদ হাসনাইনও। এ সময় তার হাঁটুতে মাথা লাগে ডু প্লেসির। মাথায় আঘাত পেয়ে মাঠে শুয়েই কাতরাতে থাকেন তিনি। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায় মেডিকেল টিম।

মাটিতে লুটিয়ে পড়লেও নিজ পায়ে মাঠের বাইরে গিয়েছেন ডু প্লেসিস। তার বদলি হিসেবে মাঠে নেমেছেন সাইম আইয়ুব।

এ দিকে ডেনমার্কের ফুটবলার এরিকসনের জ্ঞান ফিরেছে। তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে উয়েফা কর্তৃপক্ষ।

মামুন

আর্কাইভ