• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

মাঠেই লুটিয়ে পড়লেন এরিকসেন, ফিনল্যান্ড-ডেনমার্ক ম্যাচ স্থগিত

প্রকাশিত: জুন ১২, ২০২১, ১১:৫৪ পিএম

মাঠেই লুটিয়ে পড়লেন এরিকসেন, ফিনল্যান্ড-ডেনমার্ক ম্যাচ স্থগিত

প্রতীক ওমর

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে চলছিল ডেনমার্ক ও ফিনল্যান্ড ম্যাচ। ইউরো কাপ-২০২০ মৌসুমের 'বি' গ্রুপের খেলায় লড়ছিল দুদল। নিজেদের মাঠে দর্শকদের স্লোগানে ভালো খেলছিল ডেনমার্ক। তবে ছাড় দিচ্ছিল না ফিনল্যান্ডও।

আক্রমণ পাল্টা আক্রমণে খেলায় উত্তেজনা। প্রথমার্ধের ৪০ মিনিট শেষ হলেও বিপক্ষ দলের জালে বল জড়াতে পারেনি কোনো কেউ। এরই মধ্যে হল এক দুর্ঘটনা। যার ফলে ম্যাচ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ম্যাচের ৪৩ মিনিটে। এ সময় ফিনল্যান্ডের আক্রমণভাগের সামনে একটি থ্রোয়ের সুযোগ পায় ডেনমার্ক। কাছাকাছি থাকায় এরিকসেনের উদ্দেশেই থ্রোটি করেন সতীর্থ খেলোয়াড়। কিন্তু সেই বল আর রিসিভ করতে পারেননি তিনি। এরই মধ্যে মাটিতে লুড়িয়ে পড়েন এরিকসেন।

দ্রুত মেডিকেল টিম আসে মাঠে। প্রাথমিকভাবে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। যা চলে প্রায় ১৫ মিনিট। কিন্তু কিছুতেই কাজ হয়নি। অবশেষে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া তাঁকে। এ সময় মাঠে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন ডেনমার্কের খেলোয়াড় ও দর্শকরা।

এরিকসনেকে মাঠের বাইরে নেয়ার পর থেকে আর খেলা হয়নি। ম্যাচটি স্থগিত করে দিয়েছে উয়েফা কর্তৃপক্ষ। এক টুইটে উয়েফা কর্তৃপক্ষ জানায়, 'মেডিকেল ইমার্জেন্সির জন্য উয়েফা ইউরো-২০২০ এর কোপেনহেগেনের ম্যাচটি স্থগিত করা হয়েছে।'

ধারণা করা হচ্ছে, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এরিকসেনের। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেয়া হয়েছে। আক্রমণভাগের এই খেলোয়াড়ের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে উয়েফা কর্তৃপক্ষ।

মামুন
আর্কাইভ