প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০৪:৫৩ এএম
শিরোপা নির্ধারণী ম্যাচে খানিকটা চাপেইপাকিস্তান। পাকিস্তানকে বেশ চেপে ধরেছিল শ্রীলঙ্কান বোলাররা। জয়ের জন্য দরকার ১৭১ রান। চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় হোঁচট খেয়েছে পাকিস্তান। টানা দুই বলে তারা হারিয়ে বসেছে অধিনায়ক বাবর আজম (৫) আর ফাখর জামানকে (০)।
রান তাড়ায় বেশ দেখেশুনে শুরু করে পাকিস্তান। প্রথম ৩ ওভারে তোলে ২০ রান। কিন্তু তৃতীয় ওভারে এসেই বড় বিপদে পড়ে বাবর আজমের দল।
প্রমথ মধুশান নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে তুলে নেন বাবরকে। ফাইন লেগ বাউন্ডারি দিয়ে বল পাঠাতে গিয়ে শর্ট ফাইন লেগে মধুশঙ্কার দুর্দান্ত ক্যাচ হন পাকিস্তান অধিনায়ক। পরের বলটি উইকেটে টেনে বোল্ড হন ফাখর জামান। ২২ রানেই ২ উইকেট হারায় পাকিস্তান।
শুরুর সেই ধাক্কায় পাওয়ার প্লেতে বড় সংগ্রহ পায়নি বাবরের দল। ২ উইকেটে তুলেছে ৩৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৩ রান। মোহাম্মদ রিজওয়ান ৩৩ আর ইফতিখার আহমেদ ১৭ রানে অপরাজিত আছেন।
এআরআই