• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
এশিয়া কাপ ফাইনাল

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাকিস্তানের

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০১:৩৫ এএম

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাকিস্তানের

প্রতীক ওমর

এশিয়া কাপের পঞ্চদশতম আসরের ফাইনালে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা। শিরোপা ঘরে তুলতে রবিবার  (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নামবে শ্রীলঙ্কা। শিরোপা মঞ্চে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।

ফাইনাল ম্যাচে পাকিস্তান একাদশে দুটি পরিবর্তন এসেছে। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকা উসমান ও হাসান আলীর পরিবর্তে ফাইনালের একাদশে ফিরেছেন বিশ্রামে থাকা শাদাব খান ও নাসিম শাহ। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি শ্রীলঙ্কা।

শিরোপা মঞ্চে উঠার আগেই ড্রেস রিহার্সেল হয়েছে দুই দেশের। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১৮ হাতে রেখে ৫ উইকেটে হারায় শ্রীলঙ্কা। সে ম্যাচে লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। নিয়মরক্ষার ওই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১২১ রানের অলআউট হয়ে যায় বাবর আজমের দল।

এবারের এশিয়া কাপের সবচেয়ে ধারাবাহিক দল শ্রীলঙ্কা। তবে, আসর শুরুর আগেই মোটেও ফেভারিট ছিল না তারা। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে এশিয়ার ‘বিশ্বকাপ’ খ্যাত এ টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল শ্রীলঙ্কা। তবে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে তারা।

সুপার ফোরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটের জয় পায় লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচে সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারায় ৫ উইকেটে। আর সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায়।

অন্যদিকে, পাকিস্তানও প্রথম ম্যাচ হেরেই শুরু করেছিল তাদের এশিয়া কাপ মিশন। চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটে হেরে যায় পাকিস্তান। এরপর হংকংয়ের বিপক্ষে ১৫৫ রানের দাপুটে জয়ে সুপার ফোরে ওঠে। সুপার ফোরে ভারতকে ৫ উইকেটে হারায় বাবর আজমের দল। দ্বিতীয় ম্যাচে আফগানদের ১ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ এবং মোহাম্মদ হাসনাইন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনঞ্জয় ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান ও দিলশান মধুশঙ্কা।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ