• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নেইমারের নেতৃত্বে কোপা আমেরিকায় খেলবে ব্রাজিল

প্রকাশিত: জুন ১১, ২০২১, ০৮:৩০ পিএম

নেইমারের নেতৃত্বে কোপা আমেরিকায় খেলবে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ে কোপা আমেরিকার আয়োজন নিয়ে সব সংশয় কেটে গেছে। নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট। আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে কোচ তিতে। দলের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে নেইমারের হাতে।

কোপার আগে বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়েকে হারায় ব্রাজিল। দুই ম্যাচেই গোল করেন নেইমার। এরপর সেলেসাওদের নেতৃত্বের ভার পেলেন তিনি। 

প্রথমারের মতো শত বছরের ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট যৌথভাবে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু করোনাভাইরাস আর কলম্বিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সরিয়ে নেয়া হয়। যেখানে এখন বসবে এ আসর, সেই ব্রাজিলেও করোনাভাইরাস পরিস্থিতি সুখকর নয়, গোটা দক্ষিণ আমেরিকাতে সর্বোচ্চ সংক্রমণ এখনও দেশটির দখলে। এরমধ্যে আয়োজন নিয়েই চটেছিলেন নেইমাররা।

তবে নানা আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলতে রাজি হয়েছেন নেইমাররা। পাশাপাশি সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ে কোপা আমেরিকার আয়োজন নিয়ে সব সংশয় কেটে গেছে। খেলোয়াড়রাও খেলতে সবুজ সংকেতও পেয়েছেন, সেই সঙ্গে দল ঘোষণা করা হয়ে গেছে।
তবে খেলতে রাজি হলেও, লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন বা কনমেবলের উপর চূড়ান্তভাবে বিরক্ত ব্রাজিলিয়ানরা। যদিও, পেশাদার ফুটবলার হিসেবে দেশের প্রতি নিজেদের দায়িত্ব পালন করার জন্যই কোপায় খেলতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন নেইমার, রবার্তো ফিরমিনোরা।
‘বি’ গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, একুয়েডর ও পেরু।

কোপা আমেরিকায় ব্রাজিল দল : আলিসন, ওয়েভারটন, এডারসন, দানিলো, এমেরসন, ফেলিপে, আলেক্স সান্দ্রো, রেনান লোদি, এদের মিলিতাও, চিয়াগো সিলভা, মার্কিনিয়োস, ক্যাসেমিরো, ফাবিনিয়ো, ফ্রেদ, লুকাস পাকুয়েতা, দগলাস লুইস, এভেরতন রিবেইরো, এভেরতন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বার, গাব্রিয়েল জেসুস, নেইমার, ভিনিসিউস জুনিয়র ও রিশার্লিসন।

জেডআই/নির্জন
আর্কাইভ