• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নতুন বছরে টাইগারদের প্রত্যাশা

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০৩:৫১ পিএম

নতুন বছরে টাইগারদের প্রত্যাশা

সিটি নিউজ ডেস্ক

নতুন বছরে টাইগারদের কার কী প্রত্যাশা? নতুন সূর্যের প্রাক্কালে কোটি কোটি ভক্তদের উদ্দেশেই বা তাদের কী বলার আছে? এসব নিয়েই তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড়রা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে করোনা মহামারির পর নতুন বছরে সুস্থ পৃথিবী পাওয়ার প্রার্থনা করেছেন এবং মাঠের পারফরম্যান্সে দেশকে আরও উচ্চতায় নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন।

তামিম ইকবাল : নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি লিখেছেন, ‘স্রষ্টার আশীর্বাদ সব সময় আপনাদের সঙ্গে থাকুক। নতুন বছর হোক সুস্বাস্থ্যময় ও সমৃদ্ধিশালী। ভক্তদের জন্য বলবো, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সফল হই এবং বাংলাদেশকে যাতে আরও বেশি ম্যাচ জেতাতে পারি।’    

মুশফিকুর রহিম : ডিপেন্ডেবল ক্রিকেটারখ্যাত মুশফিকুর রহিমও তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন, ‘নতুন বছরে আরো ভালো মানুষ হয়ে ওঠার প্রত্যয়।’ পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আরো একটা বছর চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে ও সুস্বাস্থ্যে রেখেছেন। আমরা জানি, ২০২০ সাল অনেকেরই চরম দুর্দশায় কেটেছে। একই সঙ্গে বছরটা আমাদের শিখিয়েছে জীবনের অনেক ছোটো ব্যাপারে নতুন করে চিন্তা করতে, যেগুলো আমরা হয়তো চিন্তাই করতাম না। নতুন বছরে আমরা যেন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরো ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি। জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে তর সইছে না আমার। আশা করি সবার মুখে হাসি এনে দিতে পারব ইনশাআল্লাহ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

তাসকিন আহমেদ : মা-বাবার ফানুস ওড়ানোর একটি ছবি ফেসবুক পেজে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন পেস তারকা তাসকিন আহমেদ।

রুবেল হোসেন : আরেক পেসার রুবেল হোসেন তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। করোনামুক্ত একটি সুন্দর পৃথিবীর অপেক্ষায়।

মুমিনুল হক : বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ভেরিফাইড ফেসবুক পেজে   লিখেছেন,  ‘নতুন বছর হোক আনন্দ ও ইতিবাচকতায় পূর্ণ। শুভ নববর্ষ।’ 

আকবর আলী : অনুর্ধ্ব ১৯ অধিনায়ক আকবর আলী  ফেসবুক পেজে লিখেছেন,  'সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি ২০২১ সালে সবাই মাস্ক খুলে ঘুরতে পারবেন। এটাই সবচেয়ে বড় চাওয়া।'

এনই/এনএসটি

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ