প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০৮:২৬ পিএম
কয়েক মাস
আগেই সাকিব আল হাসানের এক ক্ষুদে সমর্থকের সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছিল সামাজিক
যোগাযোগ মাধ্যমে। ৬-৭ বছর বয়স সেই সমর্থকের। নাম নাঈম শেখ। কিন্তু সাকিবকে
ভালোবেসে নিজের নাম বদলে রাখেন সাকিবের নামে। প্রিয় অলরাউন্ডারের সঙ্গে দেখা করতে
চেয়ে প্রতিদিন হাজির হতো মিরপুর স্টেডিয়ামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া
সেই সাক্ষাৎকার নজর এড়ায়নি সাকিবের। সেই ভক্তের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাকিব।
সাকিবের
আসার খবরে প্রতিদিনের মতো মঙ্গলবারও (১৬ আগস্ট) মিরপুর স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে ছিল
নাঈম শেখ। সাকিবের গাড়ি ঢুকতে দেখেই সামনে এসে দাঁড়ায় সে। সাকিবও ছোট্ট ছেলেটিকে
দেখে কাছে ডেকে নিলেন। নাম জিজ্ঞেস করতেই নাঈমের উত্তর, ‘আমি সাকিব আল হাসান।’
নাঈমের মুখ
থেকে কথা পড়ার আগেই সাকিবের প্রশ্ন, ‘আমার নাম রেখে দিলে কেন?’
উত্তরে
ছেলেটি সাকিবের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে। ভক্তের ভালোবাসা দেখে ভেতরে ডেকে
নিলেন এই অলরাউন্ডার।
পরে তাকে
সঙ্গে নিয়েই ইনডোরের নেটে অনুশীলনে নামেন সাকিব। নিজে ব্যাটিং অনুশীলন করার সময় এক
ওভার বল করান নাঈমকে দিয়ে। যা আলতো ব্যাটে ঠেকান সাকিব। এতেই ভক্তের মনে চাপা
আনন্দ প্রকাশ পেলো। এরপর তার আবদার জানতে চাইলেন সাকিব। বাংলাদেশ টি-টোয়েন্টি
অধিনায়কের কাছে জুতা ও জার্সি চায় ছোট্ট নাঈম।
জাতীয় দলের
ম্যাসাজম্যান সোহেল হোসেনকে শিশুর সঙ্গে করে দোকানে পাঠান সাকিব। তবে জুতা ও
জার্সি নিম্নমানের হওয়ায় আজ দিতে নিষেধ করেন টাইগার অলরাউন্ডার। পরে নাঈমকে ডেকে
জানান,
আগামীকাল সকাল ১১টায় নিজেই তাকে ২ জোড়া জুতা, ২ পিস জার্সি ও ২ পিস ট্রাউজার কিনে দেবেন।
এআরআই/এএল