• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ব্যাটিং অর্ডার নিয়ে আমি চিন্তিত না: সুজন

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২২, ০১:৩৫ এএম

ব্যাটিং অর্ডার নিয়ে আমি চিন্তিত না: সুজন

ক্রীড়া ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ক্রিকেট শুরু হতে যাচ্ছে ২৭ আগস্ট থেকে। এশিয়ার বিশ্বকাপখ্যাত এ টুর্নামেন্ট সামনে রখে সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সেই দলে নেই পরীক্ষিত ওপেনিং ব্যাটার। তবে ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তিত নন বলে জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

গত এক বছর ধরে ওপেনিংয়ে ধারাবাহিক পারফর্ম করা লিটন দাস জিম্বাবুয়ে সফরে চোটে পড়েছেন। ফলে এশিয়া কাপের দলে রাখা হয়নি তাকে। বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় দলে সুযোগ পাননি মুনিম শাহরিয়ার। জিম্বাবুয়ের বিপক্ষে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। সদ্য অভিষিক্ত পারভেজ হোসেন ইমনও আছেন সে দলে।

সোমবার (১৫ আগস্ট) বিসিবির পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘বিজয় এবং ইমন ছাড়াও ওপেনিংয়ে আমাদের আরও কিছু অপশন আছে। সাকিব ওপেনিংয়ে খেলতে পারে, মুশফিক খেলতে পারে। মেহেদি মিরাজ কিংবা শেখ মাহেদিও ওপেনিংয়ে খেলতে পারে। ব্যাটিং অর্ডার নিয়ে আমি চিন্তিত না।

সাকিব কিছুটা আগ্রাসী অধিনায়ক হওয়ায় তাকে নেতৃত্বভার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সুজন। তিনি চান দলের ক্রিকেটাররা ১৮০ রান করার মতো ব্যাটিং করুক। বড় রান করতে গিয়ে ১০০ বা ১১০ রানে আউট হলেও কিছু মনে করবেন না বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক।

সুজন বলেন, ‘আমরা এই ফরম্যাটে ভালো করছি না, সেজন্য নানান কিছুর চেষ্টা করছি। সেজন্য সাকিবকে নেতৃত্বে ফেরানো হয়েছে। এই ফরম্যটের সেরা ক্রিকেটার সে। বিশ্বব্যাপী অনেক ম্যাচ খেলেছে। সাকিব কিছুটা আগ্রাসী অধিনায়ক। সেজন্য আমরা তাকে দায়িত্ব দিয়েছে।

এশিয়া কাপে বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলবে। দুই দলই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। ওই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়া কঠিন। সুজন জানান, তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়ে শঙ্কিত। তবে ওই বাধা দল পেরোতে পারবে বলে আশা করছেন তিনি।

জেডআই/

আর্কাইভ