প্রকাশিত: জুন ১০, ২০২১, ০৭:৪৭ পিএম
সবাই
ভেবেছিলেন, হয়তো মোহামেডান স্পোর্টিং
ক্লাবের যেকোনো পরিস্থিতিতে হাল ধরবেন সাকিব
আল হাসান। কিন্তু নিজের টানা ব্যর্থতায় তা
আর দেখা হয়ে উঠছে
না সাকিব সমর্থকদের। বৃহস্পতিবার (১০ জুন) ব্যর্থতায়
আবদ্ধ থাকলেন সাকিব।
তবে
অধিনায়ক সাকিবসহ তার দল (মোহামেডান
স্পোর্টিং ক্লাব), সতীর্থ, কোচ, কর্মকর্তা, ভক্ত
ও সমর্থকেরা শুভাগত হোম চৌধুরীকে বিশেষ
ধন্যবাদ দিতেই পারেন। ময়মনসিংহের এ অলরাউন্ডার আজ
সাদা-কালোদের এক বিরাট লজ্জা
থেকে বাঁচিয়েছেন।
ক্রিজে
শুভাগত না দাঁড়ালে বৃহস্পতিবার
দেশের টি-টোয়েন্টি ক্রিকেটে
সবচেয়ে কম রানে অলআউট
হওয়ার লজ্জায় ডুবত ঐতিহ্যবাহী দলটি।
শেরেবাংলায় লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে
মাত্র ১৯ রানেই ইনিংসের
অর্ধেক আর ২৭ রানে
দলটির পতন ঘটেছিল ৬
উইকেটের।
২০১৬
সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ৪৪ রানে অলআউট
হয়েছিল খুলনা টাইটান্স। এ ছাড়া ২০১৩
সালে বিজয় দিবস টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বনিম্ন ৪৫ রানে অলআউট
হয়েছিল মোহামেডান। প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক।
শেষ
পর্যন্ত সেই কম রানে
অলআউট হওয়ার লজ্জা থেকে এবারের মতো
বেঁচে গেল ঢাকা মোহামেডান
স্পোর্টিং। আর সেটা সম্ভব
হয়েছে শুভাগত হোমের হাত ধরে। চরম
বিপদে সাত নম্বরে নেমে
শুভগত খেলেছেন ৫২ রানের এক
দায়িত্বশীল ইনিংস। ৩২ বলে সাজানো
ইনিংসে ছিল ৫টি ছক্কা।
তার হাত ধরেই ৯
উইকেটে ১১৩ রানের সংগ্রহ
দাঁড় করাতে পেরেছে মোহামেডান।
মোহামেডানের
পুরো ইনিংসে আর দু’জন মাত্র ব্যাটসম্যান
দুই অংকে পা রেখেছেন।
একজন বাঁ-হাতি ওপেনার
পারভেজ হোসেন ইমন (২০ বলে
১০), অন্যজন পেসার আবু হায়দার রনি
(২৫ বলে ১৫)।
সহজ
টার্গেটে খেলতে নেমে ৯ উইকেটের
বড় জয় তুলে নিয়েছে
লিজেন্ডস অব রূপগঞ্জ। পিনাক
ঘোষ অপরাজিত থাকেন ৫১ রানে। উইকেটের
অন্য প্রান্তে ১৪ রানে ছিলেন
সাব্বির রহমান।
ব্যক্তিগত
৪১ রান করে সাজঘরে
ফেরেন মেহেদী মারুফ। এ ছাড়া আর
কোনো সাফল্য নেই মোহামেডানের বোলারদের।
অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার
মাহমুদুল হাসান শিকার করেন মারুফের উইকেট।
তাতে ভাঙে পিনাকের সঙ্গে
মারুফের উদ্বোধনী জুটিতে করা ৮৯ রান।
হাসিব/এম. জামান