• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

বাংলাদেশি ক্রিকেটার ফাতেমা মালদ্বীপের প্রধান কোচ

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২২, ০২:৩৯ এএম

বাংলাদেশি ক্রিকেটার ফাতেমা মালদ্বীপের প্রধান কোচ

ক্রীড়া ডেস্ক

মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা। রোববার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড অব মালদ্বীপ।

যেখানে তারা জানিয়েছে, ‘আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ মিসেস ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম।


মূলত ২০৩০ সালের মধ্যে মালদ্বীপ নারী ক্রিকেট দলের চেহারা বদলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে দেশটির ক্রিকেট বোর্ড। সে লক্ষ্যের প্রথম ধাপে বাংলাদেশের সাবেক এই নারী ক্রিকেটারকে নিজেদের সঙ্গে যুক্ত করল মালদ্বীপের ক্রিকেট বোর্ড।

২০১১ সাল থেকে নারী ক্রিকেটের উন্নয়নে কাজ করা ফাতেমা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির লেভেল-২ আম্পায়ারিং কোর্স করেছেন। এছাড়াও করেছেন সিএ কোর্স।


জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা ফাতেমা তুজ জোহরা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছিলেন। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজ করবেন তিনি।

কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নারীদের ক্রিকেটে অন ফিল্ড আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ফাতেমা। ২০১৫ সালে নারীদের প্রথম বিভাগ ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ