• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

‘মিশন অক্সিজেন’ ফান্ডে এক কোটি রুপি দিলেন শচীন

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১, ০২:৩৯ পিএম

‘মিশন অক্সিজেন’ ফান্ডে এক কোটি রুপি দিলেন শচীন

ক্রীড়া ডেস্ক

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যু হু হু করে বেড়ে চলেছে। হাসপাতালগুলোতে রয়েছে অক্সিজেন ও বেডের তীব্র সংকট। কঠিন সময়ে দেশটির প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক দুই তারকা ক্রিকেটার প্যাট কামিন্স ও ব্রেট লি। এবার সহায়তাকারীর তালিকায় যোগ দিলেন ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। বিশেষ করে অক্সিজেনের সংকট প্রকট আকার ধারণ করেছে। এমন অবস্থায় ‘মিশন অক্সিজেন’ নামে একটি প্রকল্পও শুরু করেছে দিল্লির কয়েকজন শিল্পোদ্যোক্তা। এই প্রকল্পে এক কোটি রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন শচীন।

টুইট করে বিষয়টি নিজেই জানিয়েছেন এই লিটল মাস্টার। ভারতের কঠিন সময়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শচীন।

এ ছাড়া মিশন অক্সিজেনের পক্ষ থেকে এক বিবৃতিতে শচীনের সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শচীন নিজেও করোনায় আক্রান্ত হয়ে অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন।

ভারতীয় রিলিফ ফান্ডে অনুদান দিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স ও  সাবেক পেসার ব্রেট লিও। 

জেডআই/এএমকে
আর্কাইভ