ক্রীড়া ডেস্ক
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে একমাত্র টেবিল টেনিসেই জয় আসছে। পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ কোয়ার্টার থেকে বিদায় নিয়েছে বটে, তবে আজ ব্যক্তিগত ইভেন্টেও জয় তুলে নিয়েছেন লাল সবুজের নারী প্রতিনিধিরা।
মেয়েদের এককে সোমা ৪-০ সেটে সলোমন আইল্যান্ডের কনি সিপি কে হারান। সোমা দারুণ খেললেও চতুর্থ গেমে কনি সিপি প্রতিদ্বন্দ্বিতা করেন। শেষ পর্যন্ত চতুর্থ গেমটি ১১-৯ পয়েন্টে জিতে সোমা বাংলাদেশকে প্রথম জয় এনে দেন।
মেয়েদের এককের দ্বিতীয় ম্যাচে মৌ ভানুয়াতুর আবেল রোয়ান্নাকে ৪-০ সেটে হারিয়ে দেন। মৌ দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে নাইজেরিয়ার ইস্থাতারের সঙ্গে হেরেছেন।
দ্বিতীয় ম্যাচে সোমা কানাডার ক্যাথারিনকে ওয়াকওভার দিয়েছেন। সোমার স্বামী ও জাতীয় টিটি দলের কোচ মোহাম্মদ আলী বলেন, ‘সোমা দ্বিতীয় ম্যাচের আগে কোমরে ব্যথা অনুভব করে। এজন্য খেলতে পারেনি। ফলে ওয়াকওভার হয়েছে।’
এসএ/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন