• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নিলো সাইফ স্পোর্টিং

প্রকাশিত: আগস্ট ৩, ২০২২, ১১:৩৫ পিএম

ফুটবল থেকে নিজেদের গুটিয়ে নিলো সাইফ স্পোর্টিং

ক্রীড়া ডেস্ক

২০১৭ সালে দেশের প্রথম করপোরেট দল হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবির্ভাব ঘটে সাইফ স্পোর্টিং ক্লাবের। পাঁচ বছরে ক্লাবটির সর্বোচ্চ অর্জন সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া। তবে আগামী মৌসুম থেকে সাইফ স্পোর্টিংকে আর ফুটবলে দেখা যাবে না। সাময়িকভাবে ফুটবল থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে সাইফ পাওয়ারটেকের মালিকানাধীন এ ক্লাবটি।

এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। এ বিষয়ে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেছেন, ‘প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে ফুটবলে আর থাকছে না সাইফ স্পোর্টিং। আমাদের মনে হয়েছে দেশের ফুটবলে আমরা আর সেভাবে অবদানটা রাখতে পারছি না। ফুটবলকে সামনে রেখে আমরা যে পরিকল্পনায় এগিয়ে ছিলাম সেটাও ঠিকভাবে বাস্তবায়ন হয়নি। ব্যবসায়িক ব্যস্ততা বেড়ে যাওয়ায় ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত।


ফুটবল কার্যক্রম বন্ধ হওয়ায় থেমে যাচ্ছে সাইফের যুব ফুটবলার তুলে আনার কার্যক্রমও। সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হয় শীর্ষ আরেক দল চট্টগ্রাম আবাহনী। মনোযোগ আপাতত সে দিকেই। ফুটবল না থাকলেও দাবা ও অন্যান্য ক্রীড়া কার্যক্রম চালিয়ে যাবে সাইফ পাওয়ারটেক।

২০১৬-১৭ মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জয়ের পর দেশের প্রথম করপোরেট দল হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবির্ভাব হয় সাইফ স্পোর্টিংয়ের। দলের অধিনায়ক হন তারকা মিডফিল্ডার জামাল ভূঁইয়া। এরপর শিরোপা জেতার মতো দল গড়েও কখনোই শিরোপা জিততে পারেনি সাইফ। এবারের বিপিএল ফুটবলে প্রথমবারের মতো তৃতীয়স্থান অর্জনের পরও মৌসুম শেষে অধিকাংশ ফুটবলার ধরে রাখতে ব্যর্থ হয় সাইফ। শিরোপার হতাশা আর খেলোয়াড় ধরে রাখতে না পারার হতাশা থেকেই শেষ পর্যন্ত হয়তো সরে দাঁড়ানোর সিদ্ধান্ত দলটির।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ