প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ১০:১০ পিএম
জিম্বাবুয়ের
বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ।
তবে সিরিজ নির্ধারণী ম্যাচে থাকছেন না অধিনায়ক নুরুল হাসান সোহান। বাঁহাতের তর্জনীতে
চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে গেছেন নুরুল হাসান সোহান। সোহানের অনুপস্থিতিতে লিটন হতে
পারেন শেষ টি- টোয়েন্টির অধিনায়ক। এমনটাই আভাস দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন
নান্নু।
আগামীকাল
হারারেতে বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন
পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।
তবে
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘শেষ ম্যাচের জন্য ভারপ্রাপ্ত অধিনায়ক মনোনয়ন
করবে ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ভাই (জালাল
ইউনুস) তা ঘোষণা করবেন। তবে নির্বাচকদের মতামত নেওয়া হয়।’
তিনি
বলেন, ‘সোহানের অবর্তমানে লিটন দাসের কাঁধে পড়তে পারে এ দায়িত্ব। সম্ভাব্য বিকল্প
হিসেবে তাকেই চোখে পড়ছে। তবে সিদ্ধান্তটা নেবে বোর্ড। আর ঘোষণা দেবেন জালাল ভাই।’
একই রকম
বক্তব্য এসেছে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছ থেকে।
সোমবার
জালাল ইউনুস বলেন, ‘ভেবেচিন্তেই অধিনায়ক ঠিক করব। তবে লিটন দাসের সম্ভাবনাই বেশি। সব
বিচার বিবেচনায় লিটনই হয়তো শেষ ম্যাচের অধিনায়ক।’
প্রসঙ্গত
দ্বিতীয় ম্যাচে কিপিংয়ের সময় আঙুলে চোট পান নুরুল হাসান সোহান। পরে এক্স-রে করানো হলে
সেই আঙুলে চিড় ধরা পড়ে । যার কারণে সফরই শেষ হয়ে গেল তার।
এআরআই/এএল