• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন সোহান

প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ০৬:৪৪ পিএম

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন সোহান

ক্রীড়া ডেস্ক

মাত্রই টি-টোয়েন্টি অধিনায়কত্বের গুরু দায়িত্বটা পেয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু ভাগ্য সহায় হলো কই তরুণ উইকেটরক্ষক ব্যাটারের! আঙুলে চোট পেয়েছেন তিনি। সেই চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তার। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না তার।

এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন সোহান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে পেসার হাসান মাহমুদের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান সোহান। তবুও ম্যাচের শেষ পর্যন্ত কিপিং করলেও পরবর্তীতে তার আঙুলের এক্স-রে করানো হয়। যেখানে তার তর্জনী আঙুলে চিড় ধরা পড়ে।

সোহানের তর্জনী আঙুলে চিড় ধরা পড়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফ সানি। বিসিবির দেয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটি এক্স-রে করিয়েছি। যেখানে তর্জনী আঙুলে চিড় ধরা পড়েছে।‘

মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়ায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান সোহান। বাংলাদেশের দায়িত্ব নিয়ে শুরুটা অবশ্য ভালো করতে পারেননি তিনি। নিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে তার দল। বাংলাদেশ জিততে না পারলেও ব্যাট হাতে সফল ছিলেন সোহান।

চারটি ছক্কা ও একটি চারে খেলেছিলেন ২৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাতে সিরিজে সমতায় ফিরেছে সফরকারীরা। এমন জয়ের দিনে  অবশ্য ব্যাটিংয়ে নামা হয়নি সোহানের।

এআরআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ