• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কমনওয়েলথ গেমস টেবিল টেনিসে ইতিহাস গড়লো বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ১২:০১ এএম

কমনওয়েলথ গেমস টেবিল টেনিসে ইতিহাস গড়লো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমসের টেবিল টেনিসে চমক দেখিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে নতুন ইতিহাস গড়েছে।

ছেলেদের টেবিল টেনিস ডাবলসে শুক্রবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশের মোহতাসিন আহমেদ হৃদয় ও রামহিমলিয়ান বম গায়ানার ক্রিস্টোফার ফ্রাঙ্কলিন ও জনাথান ফন ল্যাংগে জুটিকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় আজ শনিবার (৩০ জুলাই) বিকালে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে হৃদয়-রামহিমলিয়ান।

গায়ানার বিপক্ষের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। বাংলাদেশ প্রথম গেম ১১-৬ পয়েন্টে হেরে যায়। তবে দ্বিতীয় গেম ৯-১১ পয়েন্টে জিতে ঘুরে দাঁড়ায়। এরপর তৃতীয় গেম জিতে নেয় একই ব্যবধানে। তবে চতুর্থ গেমে গিয়ে ১১-৩ পয়েন্টে হেরে যায়। পঞ্চম ও শেষ গেমে দারুণ লড়াই করে হৃদয় ও রামহিমলিয়ান জিতে যান ১০-১২ পয়েন্টে। তাতে ৩-২ সেটের জয়ে নিশ্চিত হয় কোয়ার্টার ফাইনাল। রচিত হয় নয়া ইতিহাস।



তার আগে টেবিল টেনিস ডাবলসের প্রথম ম্যাচে বাংলাদেশের হৃদয়-রামহিমলিয়ান জুটি ৩-০ ব্যবধানে ফিজির জয় চৌহান ও স্টিফান রেইলিকে। প্রথম গেম বাংলাদেশ জিতে ৭-১১ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় গেমে জয় পায় ৫-১১ পয়েন্টের ব্যবধানে। আর তৃতীয় গেমে জয় পায় ৪-১১ পয়েন্টের ব্যবধানে।

বামিংহামের এনইসি হল কোর্টে বসে বাংলাদেশের ইতিহাস গড়া ম্যাচটি উপভোগ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি মোহতাসিন আহমেদ হৃদয় ও রামহিমলিয়ান বমের এই সাফল্যে তাদের দুজনকে ৫০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শুভেচ্ছা জানিয়েছেন হৃদয় ও রামহিমলিয়ানকে। তিনি টেবিল টেনিস দলের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা দেয়ার কথাও জানান।

এসএ/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ