• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জিম্বাবুয়ের বিপক্ষে বিকালে মাঠে নামছে সোহানরা

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৮:২৯ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে বিকালে মাঠে নামছে সোহানরা

ক্রীড়া ডেস্ক

তরুণদের হাত ধরেই জিম্বাবুয়ের বিপক্ষে বিকালে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ সময় বিকাল ৫টায়  জিম্বাবুয়ের হারারে স্পোর্টস গ্রাউন্ড থেকে সূচনা হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টুয়েন্টি সিরিজের।

জিম্বাবুয়ের বিপক্ষে এবারের সিরিজে তরুণ দল গঠন করেছে বাংলাদেশ। দলে নেই সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের মতো অভিজ্ঞদের নাম। এক ঝাঁক তরুণের হাত ধরেই টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের। যেখানে অধিনায়কও তরুণ, দলের ক্রিকেটাররাও তরুণ।

সিরিজটির মাধ্যমে দলের তরুণদের জন্য নতুন এক দুয়ার উন্মোচন হবে। ক্রিকেট প্রেমিদের এখন একটাই জিজ্ঞাসা, তরুণরা কি পারবে আস্থার প্রতিদান দিতে? নাকি পঞ্চ পাণ্ডবেই ফিরতে হবে আবার?

নুরুল হাসান সোহানের নেতৃত্বে সাজানো হয়েছে এবারের টি-টুয়েন্টি সিরিজের জাতীয় দল। দলে আছেন পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসানের মতো তরুণ ক্রিকেটাররা।

এরা আগে খেলে থাকলেও কখনোই সিনিয়র প্লেয়ার ছাড়া দল সাজায়নি বিসিবি। তাই এবারের জিম্বাবুয়ে সিরিজটা ব্যতিক্রমী এবং চ্যালেঞ্জের হতে যাচ্ছে।

এ বছর আগস্টের শেষের দিকে রয়েছে এশিয়া কাপ এবং পরের বছর বিশ্বকাপ। বড় এই দুটি টুর্নামেন্ট সামনে রেখে এই সিরিজটি হতে পারে ইমন, বিজয়দের জাতীয় দলে জায়গা পাকা করে নেওয়ার বড় সুযোগ। তাদের সফলতা বড় মঞ্চে এক নতুন বাংলাদেশ টিমকে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোস্তাফিজুর রহমান, লিটন দাস, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম।

এআরআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ