• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

মিরাজের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৩:৪৫ এএম

মিরাজের হ্যাটট্রিকে মালদ্বীপকে উড়িয়ে ফাইনালের পথে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ম্যাচে শ্রীলঙ্কা, দ্বিতীয় ম্যাচে ভারত আর তৃতীয় খেলায় মালদ্বীপকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেছে বাংলাদেশের যুবারা। মিরাজুল ইসলামের হ্যাটট্রিকে দ্বীপ দেশটিকে ৪-১ গোলে হারিয়েছে লাল সবুজ দল।

তিন ম্যাচে হ্যাটট্রিক জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ভারত। নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে এক পয়েন্ট পেলেই ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের। আর ভারত যদি নেপালের কাছে পয়েন্ট হারায় সেক্ষেত্রে আগেই ফাইনাল চলে যাবে বাংলাদেশ। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নেপাল।

মিরাজুলের গোলই বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোল পাননি। শুক্রবার (২৯ জুলাই) তৃতীয় ম্যাচে আবার জ্বলে উঠেছেন মিরাজুল। ম্যাচের ১৮ মিনিটে তার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১ মিনিটে রফিকুল গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোল করেন।

বিরতির পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায় মালদ্বীপ। সেই চেষ্টায় ৫৩ মিনিটে সতীর্থের বাড়ানো পাস ধরে বক্সের ভেতর থেকে জাইন জাফরের শট আগুয়ান গোলকিপার আসিফের গায়ে লেগে আটকে গেলেও মুহূর্তেই নিয়ন্ত্রণ নিয়ে ফাঁকা জালে বল পাঠান জাফর। বাংলাদেশও পেয়েছিল ব্যবধান বাড়ানোর সুযোগ কিন্তু তা কাজে লাফাতে পারেনি পল স্মলির শিষ্যরা। ৮৪ মিনিটে মিরাজের শট এবং যোগ করা সময়ে পিয়াসের শট পোস্টে লেগে ফিরলে আর ব্যবধান বাড়েনি। ফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

আগামী ২ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা এই ৫ দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরের খেলা হচ্ছে লিগ পদ্ধতিতে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অংশ নেবে ফাইনালে।

জেডআই/

আর্কাইভ