• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বিশ্বকাপের আগে আর্থিক জরিমানাসহ জেল হতে পারে নেইমারের

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ০৪:৫৩ এএম

বিশ্বকাপের আগে আর্থিক জরিমানাসহ জেল হতে পারে নেইমারের

ক্রীড়া ডেস্ক

কাতারে ২১ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ। তার আগের মাসে কাঠগড়ায় দাঁড়ানোটা ব্রাজিল তারকার জন্য বড় ধাক্কাই হবে।  নেইমারের পাশাপাশি তাঁর বাবা ও মা, বার্সেলোনার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ ও সান্দ্রো রোসেলকেও একই মামলায় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কর ফাঁকির অভিযোগ উঠেছে ব্রাজিল তারকার বিরুদ্ধে। তার বিচার করা হবে ১৭ অক্টোবর। যেখানে তার আর্থিক জরিমানার শঙ্কা তো আছে, তার চেয়েও বেশি চোখরাঙানি দিচ্ছে ২ বছরের জেল।

স্প্যানিশ কর কর্তৃপক্ষের দাবি, ২০১৩ সালে ব্রাজিল থেকে যে স্পেনে পাড়ি জমিয়েছিলেন বার্সেলোনায় নাম লিখিয়ে, সেই দলবদলের করটা ফাঁকি দিয়েছেন নেইমার। সে কারণেই পিএসজি তারকার দুই বছরের জেল আর ৯৬ কোটি টাকা জরিমানা চান তারা। সে কারণেই নেইমারের নামে দেওয়া হয়েছে মামলা ঠুকে।

আগামী ১৭ অক্টোবর শুনানি হবে এই মামলার। তার জন্য বার্সেলোনায় যেতে হবে নেইমারকে। প্রসিকিউশনের বিশ্বাস, সব মিলিয়ে নেইমারের সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় ৮০ কোটি ৮ লাখ টাকা কর ফাঁকি দিয়েছেন।

এখানেই শেষ নয়। ব্রাজিলের ‘ডিআইএস’ নামক এক কোম্পানির দাবি, নেইমারের ৪০ শতাংশ তাদের মালিকানায়, ২০০৯ সালে নেইমারের বয়স যখন ১৭ বছর, তখন নেইমারের এই স্বত্ব ২০ লাখ ইউরোর বিনিময়ে কিনেছিলেন তারা, জানাচ্ছে এল পাইস। তবে নেইমার এখন বিষয়টি অস্বীকার করছেন। সেজন্যে যেন নেইমারের ৫ বছরের জেল আর ১৪৪ কোটি টাকার জরিমানা দাবি করছে কোম্পানিটি।

আরআই
আর্কাইভ