• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

ঘরের মাঠে বিশ্বকাপ: উচ্ছ্বসিত নিগার-রুমানারা

প্রকাশিত: জুলাই ২৮, ২০২২, ১২:৩৬ এএম

ঘরের মাঠে বিশ্বকাপ: উচ্ছ্বসিত নিগার-রুমানারা

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয়বারের মতো দেশের মাঠে বসতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৪ সালে কুড়ি ওভারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। মঙ্গলবার (২৬ জুলাই) ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

নিজেদের মাঠে বিশ্বকাপ আয়োজনের খবরে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী দলের সদস্যরা। বুধবার (২৭ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অলরাউন্ডার রুমানা আহমেদ বলেন, ‘গতকাল (মঙ্গলবার) রাতে জানতে পারি বাংলাদেশে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। খবরটা পেয়ে খুব ভালো লাগছে। দশ বছর পর আমাদের দেশে বিশ্বকাপ খেলতে পারব। এটা আমাদের জন্য অনেক গৌরবের। নিজেদের জায়গায় খেলার ফলে আলাদা একটা সুবিধা পাওয়া যায়।

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘খবরটা শোনার পর আমি খুব রোমাঞ্চিত। কারণ, নিজের দেশে বিশ্বকাপ খেলার মতো সৌভাগ্য সবার হয় না। জানি না কী হবে... বেঁচে থাকলে খেলার সুযোগ পেলে আমাদের জন্য বড় একটা বিষয়। নিজের দেশের একটা বাড়তি সুবিধা থাকে, দর্শকদের সমর্থন থাকে যা দলকে উজ্জীবিত করতে অনেক বেশি সাহায্য করে।

তিনি আরও বলেন, ‘আইসিসি যখন থেকে নারীদের ইভেন্টগুলো ভাগাভাগি করছিল, তখন থেকে অভিপ্রায় কিন্তু এটাই ছিল যেন আইসিসি নারী ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দিতে পারে। আমার কাছে মনে হয়, যেহেতু শুধু এটা নারীদের বিশ্বকাপ, বিশ্বজুড়ে ভালো নজরে থাকবে। আর বাংলাদেশের ক্রিকেটেও মনোযোগ থাকবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী মনে করছেন, আসন্ন বিশ্বকাপ মেয়েদের উজ্জীবিত করবে ক্রিকেটে আসার জন্য। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য একটি বাঁক বদলের মুহূর্ত হবে। কারণ, এই ইভেন্টটি ছোট ছোট মেয়েদের এবং উচ্চাকাঙ্ক্ষী নারী ক্রিকেটারদের বড় স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে।

আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৩টি ম্যাচ। আসরে অংশ নেবে মোট ১০টি দল।

এছাড়া ২০২৫ সালে নারীদের ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। ইংল্যান্ড থাকবে ২০২৬ সালে অনুষ্ঠেয় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ। শ্রীলঙ্কা যদি বাছাইপর্বের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারে, তাহলে ২০২৭ সালে সেখানে আয়োজিত হবে নারীদের চ্যাম্পিয়ন্স ট্রফি।

এর আগে ২০১৪ সালে একসঙ্গে নারী-পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল দেশে।

জেডআই/

আর্কাইভ