• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দাবা অলিম্পিয়াডে খেলতে যাচ্ছেন পিতা-পুত্র

প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ১২:৪৬ এএম

দাবা অলিম্পিয়াডে খেলতে যাচ্ছেন পিতা-পুত্র

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ে বাংলাদেশ জাতীয় দাবা দলে পিতা গ্রান্ডমাস্টার জিয়াউর রহমানের সঙ্গে সুযোগ পেয়েছেন পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। দাবায় দেশের ইতিহাসে এটি প্রথম ঘটনা। গত জাতীয় চ্যাম্পিয়নশিপে পঞ্চম হওয়ার সুবাদে পিতার সঙ্গে দাবা অলিম্পিয়াডে খেলার সুযোগ পেয়েছে তাহসিন।

এবার ছেলেসহ যাওয়ায় দারুণ খুশি গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান। তিনি বলেন, ‘বাবা-ছেলে দুজনই যাচ্ছি খেলতে। তাই অন্য অলিম্পিয়াডের চেয়ে এটি আমার কাছে আলাদা।

বাবার সঙ্গে অলিম্পিয়াডে খেলতে যাওয়ায় রোমাঞ্চিত তাহসিন বলেন, ‘ছোট থাকতে বাবা অলিম্পিয়াডে আমাকে ও মাকে নিয়ে যেতেন। স্বপ্ন দেখতাম অলিম্পিয়াডে খেলার। এটা খুব দ্রুত পূরণ হচ্ছে।

আগামী ২৯ জুলাই ভারতের চেন্নাইয়ে শুরু হচ্ছে বিশ্ব দাবা অলিম্পিয়াড। ভারতগামী বাংলাদেশ অলিম্পিয়াড দলে রয়েছেন আরো দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ। পাঁচজনের মধ্যে চারজন বোর্ডে খেলার সুযোগ পাবেন।

দলের ভালোর পাশাপাশি আরেকটি আশা নিয়ে যাচ্ছেন জানিয়ে জিয়া বলেন, ‘দল হিসেবে আমরা অবশ্যই ভালো অবস্থানে থাকতে চাই সেই আশা তো রয়েছেই পাশাপাশি তাহসিন আন্তর্জাতিক মাস্টার নর্ম পূরণ করুক- সেটাও চাই।

জিয়ার পুত্রও নিজের প্রতি আত্মবিশ্বাসী, ‘আমি বোর্ডে খেলার সুযোগ পেলে অবশ্যই ভালো কিছু করতে চাই। কয়েক রাউন্ড খেলতে পারলে আশা করি নর্ম হতেও পারে।বর্তমান ফিদে মাস্টারের দ্রুততম সময়ের মধ্যে গ্র্যান্ডমাস্টার হওয়ার লক্ষ্য।

দেশ ছাড়ার আগের দিন মঙ্গলবার (২৬ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ দাবা ফেডারেশন। সেখানে উপস্থিত হয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া দুইজনই বলেছেন, তারা খুব রোমাঞ্চিত একসঙ্গে খেলতে যাওয়ার কারণে।

জিয়া-পুত্র তাহসিন বলেন, ‘আমার খুব ভালো লাগছে। স্বপ্নের মতো লাগছে। আমি বাবার সঙ্গে দাবা অলিম্পিয়াড দেখতে অনেকবার বিদেশে গিয়েছি। কিন্তু এত তাড়াতাড়ি খেলতে যাবো সেটা কল্পনাও করিনি। আমি চেষ্টা করবো ভালো খেলার।

জিয়া বলেছেন, ‘তাহসিন এখন ফর্মে আছে। সে জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো করেছে, প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। প্রিমিয়ার লিগে তাহসিন ছিল বাংলাদেশ বিমানে, আমি ছিলাম পুলিশে। আমরা প্রিমিয়ার লিগে দুইবার পরস্পরের মুখোমুখি হয়েছিলাম। আমার বিশ্বাস তাহসিন অলিম্পিয়াডে ভালো করবে।

বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দল:

ফেডারেশন অফিসিয়াল: কে এম শহিদউল্যা, কংগ্রেস ডেলিগেট : সৈয়দ শাহাবুদ্দিন শামীম, হেড অব ডেলিগেশন: ড. শোয়েব আলম রিয়াজ, ফেডারেশন কর্মকর্তা জাকির আহমেদ, বিচারক : মো. হারুন অর রশিদ।

ওপেন বিভাগ বা পুরুষ দল: গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। ক্যাপ্টেন: মাসুদুর রহমান মল্লিক দিপু।

নারী দল: নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার শারমিন সুলতানা শিরিন, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ও উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার। ক্যাপ্টেন: নারী ক্যান্ডিডেটমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ