• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সরে যাচ্ছেন মাহমুদউল্লাহ, টি-টোয়েন্টি নেতৃত্বে আসছেন সাকিব

প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ১০:০৩ পিএম

সরে যাচ্ছেন মাহমুদউল্লাহ, টি-টোয়েন্টি নেতৃত্বে আসছেন সাকিব

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এরপরই মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানিয়েছিলেন মাহমুদউল্লাহ দেশে ফিরলেই তার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে দল সাজানোর উদ্যোগ নিয়েছে বিসিবি। কুড়ি ওভারের  বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে সফরের দলে পরিবর্তন আনতে পারে বোর্ড।

সেক্ষেত্রে মাহমুদউল্লাহকে বিশ্রামে পাঠিয়ে সাকিব আল হাসানকে অধিনায়ক ও নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক করে টি-টোয়েন্টি দল গঠন করা হতে পারে।

এ প্রসঙ্গে বিসিবির একজন পরিচালক জানান, সাকিব আল হাসানকে অধিনায়ক আর নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক করা হচ্ছে টি-টোয়েন্টি দলে। সাকিবকে বলা হবে জিম্বাবুয়েতেই দলের নেতৃত্ব বুঝে নিতে। তিনি রাজি না হলে সহ-অধিনায়ক সোহান নেতৃত্ব দেবেন তিন ম্যাচের সিরিজে। সেক্ষেত্রে বিশ্রাম দেওয়া হতে পারে মাহমুদউল্লাহকে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজি হলে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে ক্রিকেট পরিচালনা বিভাগ।

জাতীয় দল নির্বাচক কমিটির এক সদস্য জানান, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিককেও বিশ্রামে রাখা হতে পারে। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোরও সায় আছে বোর্ডের এই পরিকল্পনায়। তাই নির্বাচক কমিটির দিক থেকে চেষ্টা করা হচ্ছে বিসিবি সভাপতিকে রাজি করাতে। কারণ জিম্বাবুয়ে সফরটিকে দেখা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হিসেবে। মূলত ব্যাটিং লাইনআপ ঠিক করতেই অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা কোচিং স্টাফের। জাতীয় দল নির্বাচক কমিটির নির্দেশনায় সেভাবে স্কোয়াড গড়ছেন নির্বাচক প্যানেল।

নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একজন কর্মকর্তা বলেন, 'মাহমুদউল্লাহ গত পাঁচ বছরে এমন কী করেছে যে, টি-টোয়েন্টি দলে রাখতে হবে। নিজেরা তো পারফর্ম করছেই না, উল্টো দলকে এলোমেলো করে দিচ্ছে। নিজেরা টিকে থাকার জন্য জুনিয়রদের সব সময় চাপে রাখে তারা। আমার প্রশ্ন হচ্ছে, মাহমুদউল্লাহকে বাদ দিতে এত ভয় কিসে? ওকে জিম্বাবুয়ে সফরে নিতে হলে বিশ্বকাপ দলেও থাকবে। তেমন কিছু ঘটলে খুবই খারাপ হবে।'

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ