• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

প্রকাশিত: জুলাই ১৯, ২০২২, ১২:২৪ এএম

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

শিরোপা উৎসবের উপলক্ষটা আগেই তৈরি ছিল। অপেক্ষা ছিল মাঠে নামার। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। সোমবার (১৮ জুলাই) মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় বসুন্ধরা কিংস।

টানা তৃতীয়বারের মতো প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিজেদের করে নিল বসুন্ধরা কিংস। আর তাতেই গড়েছে ইতিহাস। বাংলাদেশ ফুটবলের ইতিহাস তৃতীয় ক্লাব হয়ে ও অভিষেকের পর প্রথম দল হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল কিংসরা।

পয়েন্ট টেবিলে আগে থেকেই শীর্ষে অবস্থান করছিলো বসুন্ধরা কিংস। তাদের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টিও অনেকটা নিশ্চিত ছিল, অপেক্ষা ছিল সময়ের। অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ২০ ম্যাচে তাদের সংগ্রহ সর্বোচ্চ ৫১ পয়েন্ট। যা দ্বিতীয় অবস্থানে থাকা আবাহনী ঢাকার পক্ষে অতিক্রম করা সম্ভব না।

বিপিএলে অভিষেকের পর টানা তিনবার হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড ছিল না আর কোনো ক্লাবের। তবে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা আগেই অর্জন করেছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহামেডান। ১৯৮৩-৮৫ প্রথম বিভাগ ফুটবলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। এর পরের তিন বছর ঢাকা মোহামেডানও টানা চ্যাম্পিয়ন হয়।

জেডআই/

আর্কাইভ