• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

এশিয়া কাপ শ্রীলঙ্কায় না বাংলাদেশে, সিদ্ধান্ত আজ

প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০৪:২৮ পিএম

এশিয়া কাপ শ্রীলঙ্কায় না বাংলাদেশে, সিদ্ধান্ত আজ

ক্রীড়া ডেস্ক

তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে বিপর্যস্ত দক্ষিণ এয়িশার দ্বীপ দেশ শ্রীলঙ্কা। গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে। তবুও চলছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে সেখানে এশিয়া কাপ ক্রিকেট আয়োজন নিয়ে শঙ্কা দেখা দেয়। বিকল্প ভেন্যু হিসেবে আলোচনায় আসে বাংলাদেশের নাম। তবে এশিয়ার সর্বোচ্চ এই আসর কোথায় বসবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চূড়ান্ত সিদ্ধান্ত নিবে শুক্রবার (১৫ জুলাই)।

আগামী ২৭ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ ক্রিকেট টুর্নামেন্টের।

যদিও আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বেশ আশাবাদী। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট আয়োজনে তৈরি তারা। কিন্তু এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি এসিসি। শ্রীলঙ্কার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিকল্প আয়োজক হিসেবে বাংলাদেশের কথাও মাথায় রেখেছে তারা।

এসিসির এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে বলেন, এসিসি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সব বিষয় মাথায় রেখে আজকের সভার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

মূলত অনিশ্চয়তার মাত্রাটা বেড়েছে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন বিক্ষোভকারীদের দখলে চলে যাওয়ায়। যার কারণে কোনো ঝুঁকি নিতে চায় না এসিসি। তাছাড়া অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডও এমন অস্থিরতার মধ্যে দল পাঠাতে খুব একটা আগ্রহী নয় বলেই জানাচ্ছে ভারতীয় ঐ সংবাদমাধ্যম। তাই হাতে কম সময় থাকায় বিকল্প হিসেবে বাংলাদেশের কথা ভাবছে এসিসি।

এশিয়া কাপের ১৪ আসরের মধ্যে পাঁচ বার আয়োজকের ভূমিকা পালন করেছে বাংলাদেশ। সবশেষ আয়োজন করেছিল ২০১৬ সালে। প্রতি দুই বছর অন্তর এই টুর্নামেন্ট আয়োজনের রীতি থাকলেও করোনা ভাইরাসের কারণে চার বছর পর মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। যেখানে সরাসরি খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশ। বাকি একটি জায়গার জন্য বাছাইপর্বে লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, হংকং ও সিঙ্গাপুর। মূলপর্বের আগে ২০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা রয়েছে বাছাইপর্ব। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের আসরটি অনুষ্ঠিত হবে টি-২০ ফরম্যাটে।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ