• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

দিন শেষে বাংলাদেশের ঝুলিতে এক উইকেট!

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ০৮:৪৬ পিএম

দিন শেষে বাংলাদেশের ঝুলিতে এক উইকেট!

ক্রীড়া ডেস্ক

একই ভেন্যু, উইকেটও এক। যেমনটা ছিল সিরিজের প্রথম টেস্টে। পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা কাটল শ্রীলঙ্কার ব্যাটে। টস জিতে আগে ব্যাট করে উইকেটেই ২৯১ রান করে ফেলেছে লঙ্কানরা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ১১৮ রান করে ফেরার পর লাহিরু থিরিমান্নে তুলে নেন তৃতীয় সেঞ্চুরি, অপরাজিত আছেন ১৩১ রানে। সঙ্গী ওসাদা ফার্নেন্দোর রান ৪০।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের প্রথম ঘণ্টা ছিল বাংলাদেশের, প্রথম সেশনে উইকেট না এলেও ভালোই ঝাঁজ ছিল বোলারদের। নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিক ব্যাটসম্যানদের বেশ চাপে রাখে তারা।

ক্যাচ না ফসকালে পরে সেই চাপ থেকে উইকেটও আসত। উদ্বোধনী জুটিতেই এলো দুইশ বেশি রান। দুই ওপেনারই করলেন সেঞ্চুরি। সারা দিনে উইকেট পড়ল কেবল একটি। সাফল্য পেলেন অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম।

উদ্বোধনী জুটিতে ২০৯ রান আনার পর দ্বিতীয় উইকেট জুটিতেও এসে গেছে ৮২ রান। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট পান ডেবুটেন শরিফুল ইসলাম। উইকেট না পেলেও ভালো বল করেছেন তাসকিন আহমেদ।

দিনের তিন সেশনে রানের গতি ওঠানামা করেছে। প্রথম সেশনে ২৭ ওভারে ৬৬ রান তুলেছিল লঙ্কানরা। দুই ওপেনার দিমুথ করুনারত্নে এবং লাহিরু থিরিমান্নে, শুরুর কঠিন সময়টা দাঁত কামড়ে পার করে দেয়ার পণ নিয়েছিলেন। তাতে ফলও মিলেছে।

দ্বিতীয় সেশনে ওভারপ্রতি প্রায় চারের কাছাকাছি রান এসেছে। তাতে বিনা উইকেটে ১২২ রান তোলেন তারা। শেষ সেশনেই পড়েছে দিনের একমাত্র উইকেট। ওই সেশনে প্রথম ঘণ্টায় মন্থর হয়ে যায় রানের গতি। তবে ৩২ ওভারের পরে ঠিকই আরও ১০৩ রান যোগ করে নেয় স্বাগতিকরা।

চা-বিরতির পর দ্রুত রান বাড়ানোর তালে ছিলেন করুনারত্নে। দলের রানও পেরিয়ে গিয়েছিল বিনা উইকেটে দুইশ সফরকারীদের হতাশা বাড়তে থাকা অবস্থায় তাকে ফেরান অভিষিক্ত শরিফুল।

ব্যক্তিগত ২৮ রানে তাসকিনের বলে নাজমুল হোসেন শান্ত স্লিপে ক্যাচ ফেলে দিলে জীবন পান তিনি। জীবন পাওয়া করুনারত্নে যোগ করেন আরো ৯০ রান। শুরুর দিকে হাফ চান্স দিয়েছিলেন থিরিমান্নেও। তাসকিনের বলে মিরাজ তার নাগালই পাননি।

চা-বিরতির আগে ৮০ রানে থাকা আরেক ওপেনার থিরিমান্নে ছিলেন বেশ স্থির। তিন অঙ্কে যেতে অনেকটা সময় নেন তিনি। ২১৮ বলে সেঞ্চুরিতে পৌঁছান এই বাঁহাতি ব্যাটার।

তাসকিন অফ স্ট্যাম্পের বাইরের লাইনে বল করে তাকে নাড়াতে চেয়েছিলেন, কাজ হয়নি। নতুন বল নিয়ে উইকেট না পেলেও দিনের একদম শেষ ওভারে থিরিমান্নেকে ফেরানোর অবস্থায় গিয়েছিল সফরকারীরা। শরিফুলের ভেতরে ঢোকা বলে তাকে এলবিডব্লিউর আউট দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু রিভিউতে দেখা যায় বল যাচ্ছে স্ট্যাম্পের ওপর দিয়ে।

হাসিব/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ