• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

শেখ জামালের কাছে হারল মোহামেডান

প্রকাশিত: জুন ৭, ২০২১, ০৬:৩৮ পিএম

শেখ জামালের কাছে হারল মোহামেডান

ক্রীড়া ডেস্ক

নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। সাকিব আল হাসানের দলকে ১৬ রানে হারিয়েছে ধানমন্ডির দলটি।

সোমবার ( জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল। কিন্তু মোহামেডানের বোলারদের তোপের মুখে মাত্র ৮১ রানে উইকেট হারায় তারা। তখনই দলকে খাদের কিনারা থেকে উদ্ধারের দায়িত্ব নেন নুরুল হাসান সোহান। সোহানের ৩৪ বলে ৬৬ রানের পাশাপাশি ১৭ বলে ৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জিয়াউর রহমান।

দুই ব্যাটারের অসাধারণ ইনিংসে ভর করে ১৬১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় শেখ জামাল। মোহামেডানের হয়ে সাকিব আল হাসান এবং আবু হায়দার রনি দুটি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে নেমে শুরুতেই পারভেজ ইমন এবং সাকিব আল হাসানকে ফিরিয়ে দেয় শেখ জামালের বোলাররা। এরপর শামসুর রহমান শুভ এবং মাহমুদুল হাসান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। তবে মাহমুদুল হাসান প্যাভিলিয়নে ফেরত যাওয়ায় তা আর হয়ে ওঠেনি। এরপর নাদিফ চৌধুরী এক প্রান্ত আগলে রেখে হাফ-সেঞ্চুরি করলেও দলের হার ঠেকাতে পারেননি।

শেষ পর্যন্ত ১৪৫ রানে থামে মোহামেডানের ইনিংস। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন নাদিফ চৌধুরী। অপরদিকে শেখ জামালের হয়ে মোহাম্মদ এনামুল উইকেট শিকার করেন। ম্যাচে দুর্দান্ত ইনিংসের কারণে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন নুরুল হাসান সোহান।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ