• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দ্বিতীয়বারের মতো বিএসজেএ স্পোর্টস কার্নিভাল

প্রকাশিত: জুন ২৮, ২০২২, ১০:০৩ পিএম

দ্বিতীয়বারের মতো বিএসজেএ স্পোর্টস কার্নিভাল

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয়বারের মতো স্পোর্টস কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ)। ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (৩০ জুন) শুরু হবে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল ২০২২

কার্নিভালে ৭টি ডিসিপ্লিনে মোট ১২টি ইভেন্টে অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক অংশগ্রহণ করবেন। ডিসিপ্লিনগুলো হলো- টেবিল টেনিস, ক্যারম, দাবা, সাতার, শ্যুাটিং, আর্চারি ও কলব্রিজ। টেবিল টেনিস ও ক্যারম ডিসিপ্লিনে একক ইভেন্টের পাশাপাশি থাকছে দ্বৈত ইভেন্টও। প্রতি ইভেন্টের চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে ট্রফি ও আর্থিক পুরস্কার। সকল ইভেন্টের স্কোরের ভিত্তিতে ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২ দ্য বেস্টট্রফি পুরস্কার দেয়া হবে।

সপ্তাহব্যাপী গেমসের আরচ্যারি ও শ্যুটিং অনুষ্ঠিত হবে হকি স্টেডিয়ামে এবং সাঁতার অনুষ্ঠিত হবে আইভি রহমান সুইমিংপুলে। ক্যারম, দাবা ও কলব্রিজ অনুষ্ঠিত হবে বিএসজেএর নিজস্ব কার্যালয়ে। সকল ডিসিপ্লিনই স্বাস্থ্য বিধি অনুসরণ করে পরিচালিত হবে।

মঙ্গলবার (২৮ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তৃতীয় তলায় কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিএসজেএর পক্ষ থেকে ওয়ালটন গ্রুপ এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ারকে ধন্যবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ. এম. ইকবাল বিন আনোয়ার, বিএসজেএ সভাপতি এটি এম সাইদ্জ্জুামান, সাধারণ সম্পাদক মো, আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি সহ সিনিয়র ক্রীড়া সাংবাদিকবৃন্দ।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ