• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

টেস্টে উন্নতি করেছে বাংলাদেশ: পাপন

প্রকাশিত: জুন ২৭, ২০২২, ১০:১৫ পিএম

টেস্টে উন্নতি করেছে বাংলাদেশ: পাপন

ক্রীড়া ডেস্ক

ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ধরাশয়ী হয়েছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজের প্রথম টেস্টে হেরেছে টাইগাররা। সেন্ট লুসিয়ায় চলমান দ্বিতীয় টেস্টেও পরাজয়ের মুখে সাকিব আল হাসানের দল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের দাবি টেস্টে উন্নতি করেছে বাংলাদেশ।

তিনি বলেন, 'এই যে আমাদের দল ওয়েস্ট ইন্ডিজে গেল, আমরা অবশ্যই চাইব আমাদের দল জিতুক। কিন্তু আমরা যদি মনে করি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দল হেরে গেলে দলের খুব খারাপ অবস্থা, এটায় কিন্তু আমি একমত নই। সারাজীবন তো হেরেই আসছি! বরং প্রথম টেস্টের কথা যদি বলি, শেষবার যখন গিয়েছি ২০১৮-তে, তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। অবশ্যই এটা আমার কাছে একটা উন্নতি। '

অন্য দলের উদাহরণ টেনে বিসিবি সভাপতি বলেন, 'আমাদের সবচেয়ে দুর্বল দিক এখনও টেস্ট। সত্যি বলতে, টি-টোয়েন্টিতেও আমরা আহামরি কোনো দল নই। তবে অনেক দেশ, যারা এখন অনেক অনেক ভালো করছে টেস্টে, তাদের ইতিহাস যদি দেখেন, ২০-২২ বছরে তাদের পারফরম্যান্সও ভালো ছিল না। আমাকে যদি ২২ বছরের কথা বলেন, আমরা দেশের মাটিতে জেতা শুরু করেছি। তার মানে সবগুলি যে জিতে যাব, তা নয়। আমরা কয়েকটি টেস্ট ম্যাচ জিতেছি দেশের মাঠে, শক্তিশালী দলের সঙ্গে। এটা একটা উন্নতি। '

সেন্ট লুসিয়া টেস্ট হারলে মাত্র ১৩৪ টেস্ট খেলেই ১০০ হার পূর্ণ হবে বাংলাদেশের! দেড়শ বছরের টেস্ট ইতিহাসে কোনো দলই এত খারাপ পারফরমেন্স করেনি। কিন্তু পাপন বললেন, 'বিদেশে গিয়েও যে আমরা জিততে পারি, সেটার একটা আভাস পেয়েছি। কিন্তু তাই বলে আপনারা যদি মনে করেন, অলরেডি আমরা ভালো দল হয়ে গেছি, প্রশ্নই আসে না। এখনও অনেক পথ যেতে হবে টেস্টে, অনেক পথ বাকি। সেটা নিয়ে আমরা কাজ করছি। '

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ