• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টেনিস ফেডারেশনের নির্বাচনে জিতলেন যারা

প্রকাশিত: জুন ২৭, ২০২২, ০৩:১৫ এএম

টেনিস ফেডারেশনের নির্বাচনে জিতলেন যারা

ক্রীড়া প্রতিবেদক

প্রায় চৌদ্দ বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ টেনিস ফেডারেশনের নির্বাচন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সাঈদ মোহাম্মদ হায়দার। রবিবার (২৬ জুন) ভোটগ্রহণ হলো সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সদস্য পদে।

মোহাম্মদ আলী দ্বীন সহ-সভাপতি হতে না পারলেও চমক দেখিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব ও টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ করিম। পঞ্চম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

এদিন ৭৭ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি হয়েছেন জসিম উদ্দিন। ৭০ ভোট পেয়ে দ্বিতীয় সহ-সভাপতি হয়েছেন মোতাহের হোসেন সাজু। ৬৭ ভোট পেয়ে তিন নম্বর সহ-সভাপতি হন সেলিম। ৬৩  ভোট পেয়ে চতুর্থ সহ সভাপতি নেয়াজ আহমেদ ও ৫৩ পান পঞ্চম সহ সভাপতি মাসুদ করিম। মোহাম্মদ আলী দ্বীন পেয়েছেন মাত্র ৪২।

প্রায় দেড় যুগের বেশি সময় ধরে টেনিসে কাজ করেছেন দ্বীন। হায়দারের শক্তিশালী প্যানেলে থেকে এবার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি। বিজয়ীদের শুভ কামনা জানিয়ে সাবেক সহ-সভাপতি দ্বীন বলেন, ‘যারা জিতেছে তারা যোগ্য এবং টেনিসের উন্নতি করতে পারবে। গত কয়েক বছর টেনিসে অনেক সময় দিয়েছি। এখনো কিছুটা বিশ্রাম নেয়ার সময় পাব।

কোষাধ্যক্ষ পদে জিতেছেন খালেদ আহমেদ। সদস্যদের মধ্যে রোকন উদ্দীন আহমেদ ৭৫ ভোট পেয়েছেন সর্বোচ্চ আর সাবেক জাতীয় তারকা ফুটবলার ও টেনিসের সাবেক কোষাধ্যক্ষ শেখ আসলাম ৬৩ ভোট পেয়ে সর্বশেষ সদস্য হয়েছেন।

এদিন জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে ৮১ জন ভোটার ভোট দিয়েছেন। ২০০৯ সালের পর টেনিসে নির্বাচন অনুষ্ঠিত হলো।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ