• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ফিফা র‌্যাংকিংয়ে আরও তলানিতে বাংলাদেশ

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ১০:৪৫ পিএম

ফিফা র‌্যাংকিংয়ে আরও তলানিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে টানা তিন ম্যাচে হেরেছে জামাল ভূঁইয়ারা। লাল সবুজ দলের ওই বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে ফিফা র‌্যাংকিংয়ে। ফলে ১৮৮ থেকে ১৯২ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। যথারীতি শীর্ষে রয়েছে ব্রাজিল। দুয়ে রয়েছে বেলজিয়াম, তিনে আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (২৩ জুন) হালনাগাদ র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে বাংলাদেশ ২০ পয়েন্ট হারিয়ে নেমে গেছে চার ধাপ নিচে। এর আগে ৩১ মার্চ প্রকাশিত তালিকায় লাল-সবুজের প্রতিনিধিদের র‌্যাঙ্কিং ছিল ১৮৮। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি ঘোষিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৮৬তম অবস্থানে।

ফিফার ঘোষিত এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে আছে নাম না জানা অনেকগুলো দেশ। যেমন ১৯১তম অবস্থানে আছে সামাও। এমনকি ব্রুনেই দারুছসালাম, কুক আইল্যান্ড, সাও তোমে এন্ড প্রিন্সিপ, সেন্ট ভিনসেন্ট, বেলিজ, পুয়েরতো রিকোর মতো দ্বীপ বাংলাদেশের ওপরে আছে।  ফিফার শেষ র‌্যাংকিং ২১১তে আছে সান মারিনো।

 জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ