• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দলে জায়গা না পেয়ে আত্মহত্যার চেষ্টা ক্রিকেটারের

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ১০:০৪ পিএম

দলে জায়গা না পেয়ে আত্মহত্যার চেষ্টা ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক

প্রত্যেক ক্রিকেটারই স্বপ্ন দেখেন দেশের হয়ে খেলার, এ জন্য তিনি যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তেমনই এক ফাস্ট বোলার শোয়েব। তিনি পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দরাবাদের কাসিমাবাদের বাসিন্দা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে তার অনেক আশা ছিল। সম্প্রতি, ইন্টার সিটি চ্যাম্পিয়নশিপের জন্য পিসিবি একটি দল নির্বাচন করে। এতে শোয়েবের আশা ছিল তিনিও দলে সুযোগ পাবেন। কিন্তু নিজ শহরের দলে জায়গা না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন এ পেসার।

শোয়েবের পরিবারের সদস্যরা জানান, ইন্টার সিটি চ্যাম্পিয়নশিপের দলে না থাকার পর থেকেই শোয়েব মানসিক অবসাদে ভুগছিলেন। হতাশায় ভুগতে থাকা তরুণ ফাস্ট বোলার হাতের শিরা কেটে ফেলেন।

পরিবারের সদস্যরা বলেন, ‘শোয়েবকে তার ঘরের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। আমরা দেখলাম সে তার হাতের শিরা কেটে ফেলেছে। আমরা সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে ভর্তি করি। বর্তমানে শোয়েবের চিকিৎসা চলছে এবং তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

পাকিস্তানে এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে মহম্মদ জারিয়ার, নামের একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আত্মহত্যা করেন। নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। করাচির বাসিন্দা জারিয়াব নিজের শহরের অনূর্ধ্ব-১৯ দল থেকে বাদ পড়েন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যা করেন তরুণ ক্রিকেটার।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ