• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মর্যাদার লড়াইয়ে আবাহনীর কাছে হারলো মোহামেডান

প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০১:২২ এএম

মর্যাদার লড়াইয়ে আবাহনীর কাছে হারলো মোহামেডান

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। বুধবার (২২ জুন) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত মর্যাদার এ লড়াইয়ে জিতেছে আকাশি নীল শিবির।

এদিন খেলার অস্টম মিনিটে আবাহনী লিমিটেডের পক্ষে প্রথম গোলটি করেন দানিয়েল কলিনদ্রেস। খেলার ১০ মিনিটে দ্বিতীয় গোল করে আবাহনীকে এগিয়ে নেন যান ডরিয়েল্টন গোমেজ।

তবে খেলার ১৮ মিনিটে মোহামেডানের পক্ষে গোল করে ব্যবধান কমান মোহামেডান অধিনায়ক সোলেমান দিয়াবাতে। এরপর ৪৩ মিনিটে আবাহনীর পক্ষে তৃতীয় গোলটি করেন বদলী খেলোয়াড় হিসেবে খেলতে নাম  ইমন মাহমুদ।

প্রথমার্ধের যোগ করা সময়ে মোহামেডানের পক্ষে মিডফিল্ডার শাহরিয়ার ইমন গোল করে ব্যবধান কমান। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আবাহনীর পক্ষে আবারও গোল করেন ব্রাজিলিয়ান ডরিয়েল্টন গোমেজ।

এরপর দ্বিতীয়ার্ধে আর কোনো পক্ষই গোল করতে না পারলেও ৮১ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন আবাহনীর ডিফেন্ডার রেজাউল করিম। বাকীটা সময় দশজন খেলোয়ার নিয়েই মাঠে লড়াই করে আবাহনী। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মারিও লেমসের শিষ্যরা।

এদিকে ১১ বছর পর শফিকুল ইসলাম মানিকের মোহামেডানের ডাগ আউটে ফেরাটা সুখকর হয়নি। প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেলেন এই অভিজ্ঞ কোচ। 

আবাহনী ১৬ ম্যাচে ১০ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। সমান ম্যাচে মোহামেডান চতুর্থ হারে আগের ২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে। অন্যদিকে পুলিশ ১৬ ম্যাচে ২২ পয়েন্ট ও বারিধারার সংগ্রহ ১২ পয়েন্ট।

জেডআই/

আর্কাইভ