• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

নেতৃত্বে ফিরেই র‌্যাংকিংয়ে উন্নতি সাকিবের

প্রকাশিত: জুন ২২, ২০২২, ১০:১৩ পিএম

নেতৃত্বে ফিরেই র‌্যাংকিংয়ে উন্নতি সাকিবের

ক্রীড়া ডেস্ক

তৃতীয়বারের মতো বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। তবে আগের বারের মতো এবারও যাত্রা শুভ হয়নি। তবে নিজের পারফরম্যান্সে ভাস্বর ছিলেন। তার পুরস্কারও হাতেনাতেই পেয়ে গেলেন তিনি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হালনাগাদ টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছেন সাকিব।

ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে পিছনে ফেলে টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এখন দ্বিতীয় স্থানে বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয়। সাকিবের সামনে কেবল ভারতের আরেক অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। সাকিবের উন্নতিতে অবনমন হয়েছে অশ্বিন ও হোল্ডারের। অশ্বিন এখন তিনে আর হোল্ডারের অবস্থান চারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ ৭ উইকেটে হারলেও অধিনায়ক সাকিব ছিলেন দুর্দান্ত। ব্যাট হাতে দুই ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন। এছাড়া প্রথম ইনিংসে বল হাতেও ছিলেন কার্যকর। র‌্যাংকিংয়ে সেটিরই পুরস্কার পেলেন সাকিব।

এ ছাড়া টেস্টের ব্যাটিং র‌্যাংকিংয়ে এগিয়েছেন তিনি। দলের বিপদে দুই ইনিংসে ফিফটি করে সাকিব র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়েছেন। নাম তুলেছেন ৩২তম অবস্থানে। টেস্টে দেশের পক্ষে সেরা ব্যাটিং র‌্যাংকিংয়ে আছেন লিটন দাস। অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসে খারাপ করলেও ১২তম অবস্থানে জায়গা ধরে রেখেছেন তিনি।

টেস্টের ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন জো রুট। সেরা দশ ব্যাটারই অপরিবর্তিত আছেন। তবে বোলিং র‌্যাংকিংয়ে এসেছে পরিবর্তন। কেমার রোচ চার ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন। তার র‌্যাংকিং আটে। সেরা দশে থাকলেও নেইল ওয়াগনার (৯) ও ট্রেন্ট বোল্ট (১০) এক ধাপ করে পিছিয়েছেন।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ