• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত: জুন ১৫, ২০২২, ০২:১৪ এএম

মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার (১৪ জুন) কুয়ালালামপুরে বুকিত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে রয়েছে হাভিরে কাবরেরার শিষ্যরা।

এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের শুরু থেকে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় স্বাগতিক মালয়েশিয়া। তারা এর সুফল পায় ম্যাচের ১৬ মিনিটের। পেনাল্টি থেকে গোল করে দলকে এগেয়ে নেন সাফাই রশিদ।

বক্সে নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করতে ব্যস্ত ছিলেন বাংলাদেশের ডিফেন্ডাররা। ইয়াসিন আরাফাতের পাস নিয়ন্ত্রণে নিতে পারেননি আতিকুর রহমান ফাহাদ। স্লাইডে ক্লিয়ার করতে গিয়ে ফাউল করে বসেন ফয়সাল হালিমকে। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে রশিদের নেওয়া বাঁ পায়ের বুলেট গতির শট বলের লাইনে ঝাঁপিয়ে পড়লেও আটকাতে পারেননি আনিসুর রহমান জিকো।

২৬ মিনিটে জামাল ভূঁইয়ার দারুণ রক্ষণচেরা পাসে সাজ্জাদ হোসেন বক্সে ঢুকে শট নিতে পারেননি। এক ডিফেন্ডার স্লাইডে বল পাওয়ার পর রাকিব হোসেনও উড়িয়ে মেরে নষ্ট করেন সমতায় ফেরার ভালো সুযোগ।

তবে ৩০ মিনিটে সফল লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বনাথের লং থ্রোয়ে রাকিবের ব্যাক হেডের পর মোহাম্মদ ইব্রাহিমও হেডেই জাল খুঁজে নেন। তুর্কমেনিস্তান ম্যাচেও একইভাবে গোল পেয়েছিলেন জাতীয় দলের এই উইঙ্গার।

যদিও বাংলাদেশের সমতায় থাকার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৮ মিনিটে স্বাগতিকরা ঠিকই ব্যবধান বাড়িয়ে নেয়। ডিওন কুলস বক্সে থেকে কোনাকোনি জোরালো শটে ব্যবধান বাড়িয়ে নেন। জিকো ঝাঁপিয়ে পড়েও প্রতিহত করতে পারেননি। ওই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় মালয়েশিয়া।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ