• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ফুটবলে ‘থ্রো ইনের’ পরিবর্তে ‘কিক ইন’

প্রকাশিত: জুন ১৪, ২০২২, ১০:৩৩ পিএম

ফুটবলে ‘থ্রো ইনের’ পরিবর্তে ‘কিক ইন’

ক্রীড়া ডেস্ক

বছর দুয়েক আগে ফুটবলে থ্রো ইনর পরিবর্তে কিক ইনচালুর প্রস্তাব দিয়েছিলেন ফিফার বৈশ্বিক উন্নয়নের দায়িত্বে থাকা আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গার। পরীক্ষামূলকভাবে এটি চালুর প্রস্তাবে সম্মতি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)।

গত বছর ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন অনানুষ্ঠানিকভাবে কিক ইনের পরীক্ষামূলক প্রয়োগ করেছিল। আনুষ্ঠানিকভাবে ট্রায়ালের জন্য প্রস্তাবগুলো আইএফএবি অনুমোদিত দিয়েছিল।

কাতারের রাজধানী দোহায় আইএফএবির বার্ষিক সাধারণ সভায় থ্রো ইনের বদলে কিক ইন আনার বিষয়টি অনুমোদন করা হয়েছে।

তবে হঠাৎ করে ফুটবলে 'থ্রো ইনের' পরিবর্তে 'কিক ইন' কেনো? এতদিনের চিরায়ত দৃশ্য বন্ধে উদ্যোগ নেওয়ার পিছনে আছে মূলত সময় বাঁচানোর চিন্তা। খেলা চলাকালীন থ্রো ইন করতে ফুটবলারদের সময়ক্ষেপণ করা নতুন কোনো ঘটনা না। ফুটবল মাঠে এই ঘটনা নিয়মিতই ঘটে।

সেই সময় বাঁচানোর কথা চিন্তা করেই থ্রো ইনের বদলি হিসেবে কিক ইন শুরু করার চিন্তা ভাবনা শুরু করেছে ফিফা। ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কিক ইনের মাধ্যমে দ্রুত খেলা সম্ভব করা যায় কি-না সেই বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

যৌথভাবে এই পরীক্ষা চালাবে ফিফা ও ফুটবলের নিয়ম প্রণয়নকারী সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এই পর্যবেক্ষণ চলবে নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে।

এ ছাড়া বল মাঠের বাইরে থাকলে কিংবা কেউ চোটে পড়লে এতদিন সময় গণনা বন্ধ হতো না। এতে শেষদিকে অতিরিক্ত সময় দিয়ে এই ক্ষতি পুষিয়ে নেওয়া হত। বিষয়টি নিয়ে তৈরি হত নানা বিতর্ক। তাই খেলার বাইরের ঘটনার সময় খেলার সময় গণনা বন্ধ রাখার বিষয়টি ট্রায়াল চালাবে ফিফা।

জেডআই/এএল

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ