• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ ড্র

প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০২:১৪ এএম

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। এই ম্যাচে তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন ও মোস্তাফিজুর রহমান ভালো পারফর্মেন্স দেখিয়েছেন।

অ্যান্টিগায় প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। তামিম ১৬২ রান ও নাজমুল অর্ধশত করেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেটে ৩৫৯ রান করে তাদের প্রথম ইনিংসে ঘোষণা করে। বাংলাদেশের পক্ষে ডানহাতি পেসার এবাদত ও বাঁহাতি পেসার মোস্তাফিজ তিনটি করে উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে।

সিরিজের প্রথম টেস্ট ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে এবং দ্বিতীয় টেস্টটি ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ