• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

টানা হারে ফিফা র‌্যাংকিংয়ে অবনমন জামালদের

প্রকাশিত: জুন ১২, ২০২২, ১০:১১ পিএম

টানা হারে ফিফা র‌্যাংকিংয়ে অবনমন জামালদের

ক্রীড়া ডেস্ক

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে টানা দুই হারে ফিফা র‌্যাংকিংয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ফলে ১৯২ নম্বরে নেমে গেল জামাল ভূঁইয়ারা।

শনিবার (১১ জুন) এশিয়ান কাপ বাছাইপর্বে তুর্কমেনিস্তানের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে লাল সবুজ দল। এই হারের মধ্যে দিয়েই আবার র‌্যাংকিংয়ে অবনমন ঘটলো বাংলাদেশের।

এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচগুলো খুবই কড়াকড়ি হয়ে থাকে। র‌্যাংকিং, রেটিং পয়েন্ট ঠিক রাখার জন্য এ ম্যাচগুলোর ফল বেশ গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ৯৯ ধাপ এগিয়ে থাকা দল বাহারাইনের বিপক্ষে ২-০ গোলের হারে রেটিং পয়েন্ট ৫.০১ কমেছিল জামালদের। সে সঙ্গে র‌্যাংকিংয়ে অবস্থানও এক ধাপ পিছিয়ে গিয়েছিল।

১৩৫ তম দল তুর্কমেনিস্তানের বিপক্ষে র‌্যাংকিং ও রেটিং বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। গোলের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশই এগিয়ে ছিল। কিন্তু সুযোগ কাজে লাগাতে না পেরে ম্যাচটা ২-১ ব্যবধানে হেরেছে জামালরা। এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে ৭.৯। আর র‌্যাংকিংয়ের দিক দিয়ে ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৯২তম স্থানে।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ