• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বাহরাইনের সঙ্গে পারলো না জামাল ভূঁইয়ারা

প্রকাশিত: জুন ৮, ২০২২, ১১:৪৫ পিএম

বাহরাইনের সঙ্গে পারলো না জামাল ভূঁইয়ারা

ক্রীড়া প্রতিবেদক

ইন্দোনেশিয়ার বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাস এএফসি এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে কাজে লাগাতে পারলো না বাংলাদেশ দল। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে র‍্যাংকিংয়ে ৯৯ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের সঙ্গে ২-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা।

বুধবার (৮ জুন) মালয়েশিয়ার বুকিত জলিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাহরাইনের উপর আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশ। বরং ম্যাচ জুড়ে বাংলাদেশের মিস পাস ছিলো চোখে পড়ার মতো। একাধিক বার বল হারিয়েছে প্রতিপক্ষের কাছে। শারীরিক শক্তিতেও পিছিয়ে বাংলাদেশ, শূন্যে ভাসা বলে কখনোই দখল নিতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বরং প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে বারবার বল হারিয়েছে তারা। ফলে গোল করার নূন্যতম সুযোগও তৈরি করতে পারেনি তারা।

তবে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত নৈপুন্যে ম্যাচের ৩৩ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখে বাংলাদেশ। পরের মিনিটে গোল হজম করে জামাল ভূঁইয়ারা। বাহরাইনের হয়ে গোলটি করেন আলি হারাম। ৪২তম দ্বিতীয় গোল হজম করে ক্যাবরেরার শিষ্যরা। কামিল আল আসওয়াদের পা থেকে আসে এ গোলটি।

দ্বিতীয়ার্ধে বাহরাইনের বিপক্ষে চীনের প্রাচির হয়ে দাঁড়ান জিকো। ফলে আর কোনও গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। ফলে ২-০ গোলে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাহরাইনকে।

হার দিয়ে বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ চলে গেছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। ৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বাহরাইন।

বাহরাইনের মতো শক্তিশালী একটি দলের সঙ্গে বাংলাদেশ হারবেসেটা তো অনেকটা অনুমিতই ছিল। অনেকে তো ভেবেছিলেনহালি গোলও হজম করে ফেলতে পারে ক্যাবরেরার শিষ্যরা। সেই লজ্জা থেকে বাঁচলেও জামাল ভূঁইয়ারা প্রতিপক্ষের বিপক্ষে কোনো গোল করতে পারেননিএটাও হতে পারে আরেকটা আফসোস।

এশিয়া কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১১ জুন তুর্কেমেনিস্তানের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচ স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ১৪ জুন।

জেডআই/

আর্কাইভ