• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ব্রাজিলের অনুশীলনে ফুটবলারদের হাতাহাতি

প্রকাশিত: জুন ৬, ২০২২, ১১:২৪ পিএম

ব্রাজিলের অনুশীলনে ফুটবলারদের হাতাহাতি

ক্রীড়া ডেস্ক

ফিফা প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে এশিয়া সফর শুরু করেছেন নেইমাররা। এবার সেলেসাওদের সামনে জাপান। সোমবার (৬ জুন) বিকালে এশিয়ান ফুটবলের পরাশক্তির মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

কিন্তু তার আগে নৈতিবাচক খবরের মুখোমুখি হয়েছে দলটি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের অনুশীলনে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। অনুশীলনে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন দেশটির ফুটবলাররা।

সংবাদমাধ্যমটি জানায়, এভারটন তারকা রিচার্লিসন ও রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঝামেলায় জড়ানোর পর দুই ফরোয়ার্ডকেই আলাদা করে করা হয়।

দুই খেলোয়াড়ের হাতাহাতি হওয়ার খবরও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, যায়, ভিনিসিয়ুস এভারটন তারকা রিচার্লিসনের জার্সি টেনে ধরেন। তখন রিচার্লিসন ও ভিনিসিয়ুসকে থামাতে এগিয়ে আসেন দলের অভিজ্ঞ খেলোয়াড় দানি আলভেস, পিএসজি তারকা নেইমার ও লুকাস পাকুইতাকে। তবে কেন ঝামেলায় জড়িয়েছেন দুজন সে ব্যাপারে স্পষ্ট কিছু জানা যায়নি।

জানা গেছে, তাদের মধ্যে হাতাহাতি কিংবা মারামারির কোনো ঘটনা ঘটেনি। জাপানের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে মজা করছিলেন ব্রাজিলিয়ান ফুটবলাররা। অনেকটা অভিনয় করে নিজেদের মধ্যে মারামারি করার মত এই ঘটনা ঘটিয়েছেন তিনি। কিন্তু পুরো ঘটনাটা ছিল হাস্যরসাত্মক।

জেডআই/ডা

আর্কাইভ