• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ট্রেন থেকে পড়ে নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু

প্রকাশিত: জুন ৬, ২০২২, ০২:০৮ এএম

ট্রেন থেকে পড়ে নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু

ক্রীড়া ডেস্ক

ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে এন গেসান নামে নাইজেরিয়ান এক ফুটবলারের মৃত্যু হয়েছে। রবিবার (৫ জুন) পশ্চিমবঙ্গের ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে তার মৃত্যু হয়।  

এন গেসান নামের ২৪ বছর বয়সী ওই ফুটবলার খেলতে যাচ্ছিলেন খড়দহে। টিটাগড়ের গান্ধী প্রেম নিবাসের কাছে আচমকাই ট্রেন থেকে পড়ে যান।

এরপর ২ ও ৩ নম্বর লাইনের মাঝে পড়ার পর নিজের চেষ্টায় গান্ধী প্রেম নিবাস আশ্রমের কাছে আসেন তিনি। সেখানে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা নাইজেরিয়ান ফুটবলারকে নিয়ে যান ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে।

হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টা দুয়েক পরেই মৃত্যু হয় তার। আনন্দবাজারের খবর, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর রেল পুলিশ।

ঘটনার পরই ক্ষোভে স্থানীয়রা। রেল যাত্রী ও স্থানীয় একটি অংশের অভিযোগ, চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরেই যদি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হত, তা হলে হয়তো বাঁচানো যেত গেসানকে। তবে এ ব্যাপারের রেলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

জেডআই/

আর্কাইভ