প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৮:৩২ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শিশু শিক্ষার্থীকে নিয়ে শীত আনন্দ উৎসব পালন করেছে শিশুস্বর্গ নামে এক সেচ্ছাসেবী সংগঠন।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিটিউক্যালস এর সহযোগিতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাথাফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১২`শ শিক্ষার্থী নিয়ে এ উৎসবের আয়োজন করা হয়। এসময় এক মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠ।
এসময় উপস্থিত থেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, যখন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা ক্ষেত্র আসবে, তখন ব্যক্তি, গোষ্ঠী ও দলের স্বার্থ না দেখে আগামীর প্রজন্মের স্বার্থ দেখতে হবে। কারণ একটা জেনারেশন, পুরো একটা এলাকা না- পুরো একটা দেশকে প্রভাবিত করে বলেও জানান তিনি।
তিনি আরে বলেন, বতর্মান সময়ে আর্থ সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করতে ও শিক্ষার মান বাড়াতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেল ১৩ গ্রেড থেকে ১০ম গ্রেডে আনা উঁচিত।
অনুষ্ঠানে আজিজনগর ব্রাইড স্টার পাঠাগারের সভাপতি তাজ উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে ও আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় স্থানীয় সরকারের যুগ্মসচিব ও পরিচালক আবু জাফর, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বী, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, ডিরেক্টর মোহাম্মদ মণ্জু মোল্লা, শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত কবীর, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রণ্জু, সদস্য সচিব রেজাউল করিম শাহিন দলের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা।
পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র হিসেবে হুডি উপহার তুলেন আমন্ত্রীত অতিথিরা।