• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রিভিউ নিয়ে ধনঞ্জয়াকে ফেরালেন সাকিব

প্রকাশিত: মে ২৫, ২০২২, ১১:৫২ পিএম

রিভিউ নিয়ে ধনঞ্জয়াকে ফেরালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বৃষ্টির দাপটে চার ঘণ্টা বন্ধ থাকার পর মাঠে গড়ায় ঢাকা টেস্টের তৃতীয় দিনের শেষ সেশন। দুই প্রান্তে বোলার বদল করেও উইকেট পাচ্ছিল না বাংলাদেশ। অ্যাঞ্জেলো ম্যাথুস এবং ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে এগুচ্ছিল শ্রীলঙ্কা। অবশেষে টাইগার শিবিরে স্বস্তি ফেরালেন সাকিব আল হাসান।

অসাধারণ এক রিভিউতে সাকিব আল হাসান পেলেন তৃতীয় উইকেট। ধনাঞ্জয়া ডি সিলভাকে উইকেটের পেছনে তালুবন্দি করান বাঁহাতি স্পিনার। তার হাওয়ায় ভাসানো বল ফরোয়ার্ড ডিফেন্স করেছিলেন ধনাঞ্জয়া। সাকিব উইকেটের আবেদন করেননি। কিন্তু পেছন থেকে লিটন, শান্ত এবং ফরোয়ার্ডে থাকা জয় আবেদন করে যান। আম্পায়ার জো উইলসন তাতে সাড়া দেননি। সতীর্থদের আত্মবিশ্বাসী আবেদনে মুমিনুল রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায় বল ধনাঞ্জয়ার ব্যাটে আলতো চুমু খেয়ে বল লিটনের গ্লাভসবন্দী হয়। ৯৫ বলে ৫৮ রান করে ধনাঞ্জয়া ফেরেন সাজঘরে।

এ নিয়ে চলতি টেস্টে তৃতীয় শিকারের দেখা পেলেন টাইগার অলরাউন্ডার। তবে বাংলাদেশের সামনে এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছেন চট্টগ্রাম টেস্টে ১৯৯ রানের ইনিংস খেলা ম্যাথুস। এরই মধ্যে ফিফটি হাঁকিয়েছেন এই ব্যাটার। বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের ভাগ্য নিজেদের পক্ষে নিতে গেলে দ্রুত ম্যাথুসকে ফেরাতেই হবে বাংলাদেশকে।

এ প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ২৭৫। অ্যাঞ্জেলো ম্যাথুস ৫৫ এবং দীনেশ চন্দ্রিমাল ৫ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে বৃষ্টি বাধায় তিন ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর বিকেল চারটায় মিরপুর শের-ই-বাংলায় শুরু হয় তৃতীয় দিনের শেষ সেশনের খেলা।

এর আগে বৃষ্টি মাথায় নিয়েই তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গিয়েছিল স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী শ্রীলঙ্কা। তবে প্রথমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গেবৃষ্টির বেগও বেড়ে যায়। আর তাই ১২ টা ৪০ মিনিটে দ্বিতীয় সেশনের খেলা শুরুর কথা থাকলেও বৃষ্টির তোড়ে তা ভেস্তে গেছে।

দুপুর আড়াইটার দিকে বৃষ্টি থামলেও মাঠ প্রস্তুত করতে লেগে গেছে অনেকটা সময়। সাড়ে তিনটার দিকে মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানিয়ে দেন, বিকেল চারটায় শেষ সেশনের খেলা শুরু হবে।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ