• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নেইমারের পারফম্যান্সে শীর্ষে ব্রাজিল

প্রকাশিত: জুন ৫, ২০২১, ১২:২৫ পিএম

নেইমারের পারফম্যান্সে শীর্ষে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ২-০ গোল ব্যবধানে জিতেছে ব্রাজিল। তাতে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করে রেখেছে তারা। সেলেসাওদের হয়ে গোল দুটি করেন রিচার্লিসন এবং নেইমার জুনিয়র। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১১। আর ইকুয়েডারের পয়েন্ট ৯।

গোটা ম্যাচ জুড়ে ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখে ইকুয়েডরের ওপর আক্রমণের পর আক্রমণ চালিয়েছে ব্রাজিল। ১১টি গোলের সুযোগ তৈরি করেছে নেইমার-রিচার্লিসনরা। তবে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি সাম্বার দল। গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৬৬ মিনিট পর্যন্ত। রিচার্লিসনের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের অন্তিম মুহূর্তে নেইমার ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের শেষ দিকে গ্যাবিগোল বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। আর প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে নেইমার চোট পেয়ে খোড়াতে থাকলে দুঃশ্চিন্তায় পড়ে ব্রাজিল। তবে শেষ পর্যন্ত কোনো সমস্যা ছাড়া দ্বিতীয়ার্ধেও মাঠে নামেন পিএসজির এই তারকা।

৬৬তম মিনিটের মাথায় বাঁ-প্রান্ত দিয়ে আক্রমণে যান নেইমার। পায়ের কারিকুরি দিয়ে ডি বক্সে ঢুকে গোলের দারুণ সুযোগ তৈরি করেন তিনি। তবে গোল করার দারুণ সুযোগ পেয়েও বল বাড়িয়ে দেন রিচার্লিসনের দিকে। এমন সুযোগ পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এভারটনের স্ট্রাইকার রিচার্লিসন। (১-০)

খেলার শেষ দিকে ছিল আরও নাটকীয়তা। ৮৬ মিনিটে রবার্তো ফিরমিনোকে ফাউল করায় পেনাল্টির আবেদন করে ব্রাজিল। এরপর পাক্কা চার মিনিট ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৯১তম মিনিটে পেনাল্টি শট নিতে আসেন নেইমার। তবে নেইমারের নেয়া পেনাল্টি প্রথমবারের চেষ্টায় রুখে দেন ইকুয়েডরের গোলরক্ষক। 

নেইমার শট নেয়ার আগেই পেনাল্টি বক্সে ঢুকে পড়ে ইকুয়েডরের খেলোয়াড়রা। আর তাতেই শট আবারও নেয়ার জন্য বাঁশি বাজান রেফারি। তাতেই ক্ষীপ্ত হয়ে হলুদ কার্ড দেখেন ইকুয়েডরের গোলরক্ষক আলেক্সান্ডার ডমিঙ্গুয়েজ।

প্রথম পেনাল্টিতে ভুল করলেও দ্বিতীয়বার আর কোনো ভুল করেননি নেইমার। ডান দিকে শট নিয়ে বল জালে জড়িয়ে দলকে জোড়া গোলের ব্যবধানের জয় এনে দেন তিনি। প্রথম গোলে অ্যাসিস্টের পর দ্বিতীয় গোলও আসে তার পা থেকেই।

আগামী ৯ জুন প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পরের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।

হাসিব/সবুজ/এএমকে

আর্কাইভ