• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সাতক্ষীরায় ছুটি কাটাতে চান মোস্তাফিজ

প্রকাশিত: মে ২৪, ২০২২, ০১:৩১ এএম

সাতক্ষীরায় ছুটি কাটাতে চান মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

তিন ফরম্যাটে মোস্তাফিজুর রহমানকে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফরে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএলের ১৫তম আসরের প্লে-অফে উঠতে পারেনি ফিজের দল দিল্লী ক্যাপিটালস। ফলে দেশে ফিরেছেন কাটার মাস্টার। সোমবার (২৩ মে) সকাল ১০টায় ঢাকায় প্রত্যাবর্তন করেন তিনি।

মোস্তাফিজ কয়েক দিন বিশ্রামের পর যোগ দেবেন জাতীয় দলের অ্যাসাইনমেন্টে। ক্যারিবিয় সফরে যাওয়ার আগে গ্রামের বাড়ি সাতক্ষীরায় কিছুদিন কাটাতে চান তিনি।

গেল শনিবার শেষ হয়েছে তার দল দিল্লী ক্যাপিটালসের আইপিএল অভিযান। প্লে-অফে উঠতে পারেনি দিল্লী। ১৪ ম্যাচের মধ্যে ৮টিতে অংশ নিয়ে ৩২ ওভার বোলিং করে ৭.৬ ইকোনমি রেটে ২৪৪ রান খরচ করে শিকার করেন ৮ উইকেট।

আইপিএল শুরুর আগে সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় সময়মতো আইপিএল খেলতে ভারত যেতে পারেননি মোস্তাফিজ। তাকে ছাড়াই প্রথম ম্যাচ খেলে দিল্লি। দ্বিতীয় ম্যাচ থেকে টানা ৮ ম্যাচ খেলেন ফিজ। তবে তাকে ছাড়াই শেষ ৫ ম্যাচ খেলে দিল্লী।

জেডআই/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ